West Bengal News Live : মঞ্চ খোলা নিয়ে সংঘাতের মধ্যেই এবার সেনা বনাম পুলিশ, কলকাতার রাস্তায় উত্তেজনা তুঙ্গে
‘প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশেই একাজ করেছে সেনা’, আক্রমণে তৃণমূলনেত্রী। ‘সেনার অপমান, বিজেপিও পথে নামবে’, হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
LIVE

Background
SSC-র প্রকাশিত 'দাগি'দের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম! কারও মেয়ে, কারও বউমা, কারও স্বামী। যা নিয়ে আক্রমণ শানিয়ে, বিজেপি বলছে, তৃণমূল কংগ্রেসের আমলে কোনও পরীক্ষা দুর্নীতিমুক্ত হতে পারে না। পাল্টা জবাব দিতে দেরি করেনি শাসক দলও।
বিধানসভায় বিল বা অর্ডিন্যান্স জারি করে তাঁদের চাকরি বাঁচাক রাজ্য সরকার। বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারী ও নৌশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করে এই দাবি তুললেন যোগ্য শিক্ষকদের একাংশ। যোগ্যদের চাকরি বাঁচাতে ১ হাজার ৮০৬ জনের নাম বাদ দিয়ে যদি বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য সরকার, সমর্থন জানাবে বিজেপি। জানালেন বিরোধী দলনেতা। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বিরোধী দলনেতার প্রস্তাব নিয়ে, তাঁরই দলের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলছেন, এটা রাজনীতিতে চলতে পারে, আইনি পথে এতে লাভের লাভ কিছু হবে না।
ভুয়ো ST শংসাপত্র দিয়ে মেডিক্যালের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে কারা? রাজ্যের সমস্ত মেডিক্য়াল কলেজের প্রিন্সিপালদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে তা খুঁজে বের করার ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা।
WB News Live : বিধানভবনে তাণ্ডব, এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিংহ, কংগ্রেসের বিক্ষোভ
বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ। বিধানভবনে তাণ্ডব, এখনও অধরা মূল অভিযুক্ত রাকেশ সিংহ। প্রতিবাদে বিধানসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ। পার্ক সার্কাসেও কংগ্রেসের বিক্ষোভ
WB News Live : হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ, SSC-র ১৮০৬ দাগি তালিকা বহাল
হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ, SSC-র ১৮০৬ দাগি তালিকা বহাল। দাগি তালিকা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ প্রায় ৩৫০ জন দাগি শিক্ষক






















