West Bengal News Live : ‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’ বললেন সৌগত
গ্রুপ C ও D-র সরকারি ভাতা নিয়ে প্রশ্ন তুলে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে আজ ফের জোড়া মামলার শুনানি।

Background
কলকাতা : সোমবার হাইকোর্টে একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। এর আগে SSC-র চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ C-ত চাকরিহারাদের জন্য মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ D-র ক্ষেত্রে মাসিক ২০ হাজার ভাতা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। সোমবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। শুরুতেই মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য সুপ্রিম কোর্ট কোনও ছাড় দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাও সীমিত সময়ের জন্য। মামলাকারীর আইনজীবীর অভিযোগ করেন, এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা মৌখিকভাবে বলেন, এখনই কোনও টাকা দেবেন না। মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছে আদালত।
আজ প্রধানমন্ত্রীর কাছে অভিষেক, থাকবেন বিদেশফেরত অন্য প্রতিনিধিরাও। পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আজ বিধানসভায় বিশেষ অধিবেশন। এখন প্রশ্ন, বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা, তবে কি তপ্ত হবে অধিবেশন?
WB News Live : ‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’, বললেন সৌগত
চারদিকে যখন দুর্নীতির পাহাড়, চাকরিহারা শিক্ষকরা রাস্তায় দিন কাটাচ্ছেন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। বললেন,‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না’। সৌগতর মতে, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি, বড় ইমপ্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছেও।
থানায় DSO নেত্রীকে নির্যাতনের অভিযোগ, পিছোল মামলার শুনানি
থানায় DSO নেত্রীকে নির্যাতনের অভিযোগ, পিছোল মামলার শুনানি। হাইকোর্টে FIR-এর কপি দেখাতে পারল না রাজ্য। 'এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনও প্রয়োজন নেই' সওয়াল অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের






















