West Bengal News Live: কসবাকাণ্ডে বেলাগাম মদন-কল্যাণ, তৃণমূলে তোলপাড়
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
এবার কসবাকাণ্ডে (Kasba Case) বেলাগাম মদন-কল্যাণ।
মন্তব্য-বিতর্কে অস্বস্তিতে তৃণমূল। দূরত্ব তৈরির চেষ্টা। নারীবিদ্বেষ বলে আক্রমণে মহুয়াও। পাল্টা ঘুরিয়ে সমর্থনের অভিযোগে নেতৃত্বকেই চ্যালেঞ্জ কল্যাণের।---
কসবাকাণ্ডে TMCP রাজ্য সভাপতিকেই নিশানা কল্যাণের।
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার বিজেপি নেতা-কর্মীরা। বেল বন্ডে সই করতে নারাজ সুকান্তরা।
কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল শুরুর আগেই গড়িয়াহাটে ধরপাকড়। গ্রেফতার সুকান্ত। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ।
সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক।
আইন কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কলকাতা থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ। বিক্ষোভ-অবরোধ-আগুন।
ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। পুলিশের হাতে ভিডিও। মিলল ধস্তাধস্তির প্রমাণ।
কসবাকাণ্ডে ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও। এই ফুটেজের কথা বলেই ছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগ। সাড়ে ৭ ঘণ্টার CC ফুটেজ উদ্ধার।
গণধর্ষণের সময় নীরব থাকার অভিযোগ, গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক এজেন্সির কর্ণধার।
কসবাকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার ছেঁড়া চুল। মিলল ধস্তাধস্তির প্রমাণ, খবর সূত্রের। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকো লিগাল পরীক্ষার সিদ্ধান্ত।
নির্যাতনে বাধা দেওয়ায় ছাত্রীকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা। কসবার কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হকি স্টিক, কাচের বোতল? কোথা থেকে এল, কারা রেখেছিল? উঠছে প্রশ্ন।
আলিপুর কোর্টে অভিযোগকারিণী গোপন জবানবন্দি। ঠিক কী হয়েছিল সেদিন? কলেজে ছাত্রীকে নিয়ে গেল পুলিশ।
কসবাকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক হাইকোর্ট। আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি। তদন্তে ৫ সদস্যের এসআইটি গঠন করল কলকাতা পুলিশ।
প্রাক্তনী হওয়া সত্ত্বেও মনোজিৎই ছিলেন কলেজের সর্বেসর্বা! অস্থায়ী কর্মীর চাকরিও পেয়েছিলেন।
কসবাকাণ্ডে ফের রাজ্যে টিম পাঠাচ্ছে বিজেপি। কলেজ ঘুরে রিপোর্ট দেবে নাড্ডাকে।
কসবাকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিজেপির।
সিপির পর এবার মুখ্যসচিব। কসবা কাণ্ডে মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। ৩ দিনের মধ্যে নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট তলব। পরিবারকে নিরাপত্তার সুপারিশ।
বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি হুমায়ুনের। সত্য একদিন সামনে আসবে, বললেন কার্তিক মহারাজ।
বোমার বলি বালিকা। কালীগঞ্জকাণ্ডে এখনও অধরা ১৫। তামান্নার বাড়িতে গেলেন সেলিম।
বকেয়া DA নিয়ে আরও ৬ মাস সময় চায় রাজ্য। প্রতিবাদে তৃণমূলের শহিদ দিবসের দিনই আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ। ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক।
WB News Live Updates: কসবাকাণ্ডে বেলাগাম মদন-কল্যাণ, তৃণমূলে তোলপাড়
কসবাকাণ্ডে বেলাগাম মদন-কল্যাণ, তৃণমূলে তোলপাড়
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মদন মিত্রকে শোকজ
কল্যাণের মন্তব্যের নিন্দা করে বিবৃতি তৃণমূলের
West Bengal News Live: কসবাকাণ্ডে এবার নির্যাতিতার মা-বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ
কসবাকাণ্ডে এবার নির্যাতিতার মা-বাবার গোপন জবানবন্দি নিতে চায় পুলিশ






















