West Bengal News LIVE: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেটস
LIVE

Background
কলকাতা : ছাত্র-যুবদের বিক্ষোভে জ্বলছে নেপাল। গতকাল এক ভারতীয় ট্রাক চালক গুলিবিদ্ধ হন। ট্রাক ফেলে এপারে পালিয়ে এসেছেন অন্য চালকরা। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত। ওপারে কাঁকরভিটা, বীরতা মোড়ে বিক্ষোভের আগুন। এপারে সীমান্তে দাঁড়িয়ে আছে শ’য়ে শ’য়ে ট্রাক। কবে খুলবে সীমান্ত, তার অপেক্ষায় ট্রাক চালকরা। প্রভাব পড়েছে পানিট্যাঙ্কি এলাকার অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা।
কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার ছাত্রনেতা AB সোয়েল। বিদ্ধ TMCP, প্রতিবাদ বিজেপির। শুভেন্দুর নেতৃত্বে ICCR থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিল বিজেপির। রবীন্দ্রসদনের গেটে তালা, বাইরে জমায়েত শুভেন্দু-সহ বিজেপি নেতাকর্মীদের।
এবার রাজ্যে বালি পাচারের তদন্তে নামল ED। রাজ্য় পুলিশের করা FIR-এর ভিত্তিতে ECIR দায়ের করে, ২২ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুভেন্দু অধিকারীর মন্তব্য, সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
জাল নথির আড়ালে অবৈধ কারবার। পুলিশেরই এফআইআরের সূত্র ধরে তদন্তে ইডি। রেশনের মতোই এতদিন কেন চুপ ছিল প্রশাসন? প্রশ্ন বিরোধীদের।
সাইকেল মিস্ত্রি থেকে কিভাবে কয়েক বছরেই বিপুল সম্মত্তির মালিক জিডি মাইনিংয়ের কর্মী জহিরুল? জানতে চায় ইডি। খেজুরি, মেদিনীপুরেও অভিযান
তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো ঘিরে সমালোচনার ঝড়। সোমবার পথে নামেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। তীব্র আক্রমণ শানান তৃণমূলকে। মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। অভিযুক্ত সদস্যকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে TMCP।
West Bengal News Live Update: দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট
চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ মেট্রো ভবনে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে কাটল জট। এমনই খবর সূত্রের। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা এবং বিধাননগর কমিশনারেট এবং RVNL-এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। ১৩ সেপ্টেম্বর এই কাজের ট্রায়াল সম্পন্ন করা হবে।
Vice President of India : দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA জোটের সিপি রাধাকৃষ্ণন
দেশের নতুন উপরাষ্ট্রপতি NDA জোটের সিপি রাধাকৃষ্ণন। ৭৬৭টি ভোটের মধ্যে ৪৫২টি ভোট পেলেন NDA জোটের সিপি রাধাকৃষ্ণন।






















