West Bengal News Live : পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাট থেকে যুবকের দেহ উদ্ধার
খবর সংগ্রহের সময় নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দর আলিপুরদুয়ারের সাংবাদিক অরিন্দম সেন।
LIVE

Background
কালীপুজোর মণ্ডপে বক্স বাজানো নিয়ে বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ৩২ বছর বয়সি নিহত সনাতন নস্কর সোনারপুর থানার কুস্টিয়া এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে প্রতিবেশী ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে সোনারপুর থানা।
কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে কাকদ্বীপে অশান্তির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। SP জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য়ই কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তুলতে হয়েছিল। পুলিশের দাবি, জেরার মুখে দোষ স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। ঘটনা নিয়ে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
প্রতি বছরের মতো এবারও কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফোঁটা নিতে পৌঁছে গেলেন সদ্য NKDA-র চেয়ারম্য়ান পদপ্রাপ্ত শোভন চট্টোপাধ্যায়। ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরাও।
খবর সংগ্রহের সময় নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হলেন এবিপি আনন্দর আলিপুরদুয়ারের সাংবাদিক অরিন্দম সেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ১০টা নাগাদ। আলিপুরদুয়ার জংশনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে, পুলিশ ধরপাকড় শুরু করে। সেই সময় অরিন্দম ঘটনার ভিডিও রেকর্ডিং করতে গেলে, তাঁকে বাধা দেন SI কৃষ্ণা বর্মন। জোর করে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অরিন্দম তাঁর পরিচয়পত্র দেখালে, আরও ক্ষিপ্ত হয়ে উঠে তাঁকে চড় মারেন ওই মহিলা পুলিশকর্মী। ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্য়রা প্রতিবাদ করলে, তাঁদেরও শারীরিক হেনস্থা করেন এবং হুমকি দেন SI কৃষ্ণা বর্মন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অরিন্দম। অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
WB News Live : হাইকোর্টে রক্ষাকবচ-মামলায় আপাতত স্বস্তি অর্জুন সিংহর
হাইকোর্টে রক্ষাকবচ-মামলায় আপাতত স্বস্তি অর্জুন সিংহর। ৬ সপ্তাহের মধ্যে গ্রেফতার করা যাবে না। নিতে পারবেন আগাম জামিন।
Kolkata News Live : পার্ক স্ট্রিটের হোটেলের বক্স খাট থেকে যুবকের দেহ উদ্ধার
পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার। হোটেল রুমের বক্স খাট থেকে দেহ উদ্ধার। হোটেল রুমে খুনের ঘটনা বলে অনুমান পুলিশের






















