West Bengal Live: ইউনূস সরকারের বিস্ফোরক রিপোর্ট, সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার
WB News Live Update: দিনের সব খবর এক ঝলকে -

Background
জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি চিন্ময়কৃষ্ণ দাসের, আবেদন নাকচ আদালতের
অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত নির্দেশ দিয়েছে, খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে
চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ
পরিবার ইসকনের ভক্ত হওয়ায় হুমকি। প্রাণভয়ে ঘরে অসুস্থ মা-বাবাকে ফেলে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে নাবালিকা। আটক করে হোমে পাঠাল পুলিশ।
সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়র বাড়ি আসার পথে বিএসএফের হাতে আটক কিশোরী। ভয়ঙ্কর অত্যাচার চলছে, বাঁচান, আর্তি আত্মীয়দের।
পরিকল্পনা করে হিন্দুশূন্য করা হচ্ছে বাংলাদেশকে, অভিযোগ কার্তিক মহারাজের।
বাংলাদেশে ভারত-বিদ্বেষ অব্যাহত। আগরতলা অভিযানে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৩টি সংগঠন। বাড়তি সতর্কতা আখাউড়া সীমান্তে। নজরদারিতে রাজ্য পুলিশ, BSF ও CRPF.
সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা, মানল বাংলাদেশ সরকার। ধৃত ৭০, ৮৮টি মামলা দায়ের। তথ্য শুধুই অক্টোবর পর্যন্ত, জানালেন প্রেস সচিব। কোথায নভেম্বর জুড়ে হিংসার তথ্য? মিলবে কবে?
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, অভিযোগ শুভেন্দুর। নন্দীগ্রাম থানায় ডেপুটেশন।
West Bengal Live: গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জের
গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জের। আজ আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, আপ ও ডাউন বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি, যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসের।
West Bengal News Live Update: সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার
ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার। এই সব ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৮টি মামলা দায়ের হয়েছে।






















