West Bengal News LIVE : রাজকোটে পশ্চিমবঙ্গের ১৯ শিশুকে আটকে রেখে জোর করে কাজ করানোর অভিযোগ
WB News Live Blog Update: আজকের জেলার, শহরের, রাজ্য়ের ও অন্যান্য বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানুক এক ক্লিকেই - - - -

Background
১। উপনির্বাচনের আগে কেষ্টর কুকথাকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি। ১৬ জুন শুভেনদুর নেতৃত্বে কালীগঞ্জে নারী সম্মান যাত্রা। ৯ জুন বোলপুরে মিছিলের ডাক।
হাতিয়ার কেষ্ট, পথে বিজেপি
১এ। অনুব্রতকে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া চিকিৎসক হিটলার চৌধুরী কোথায়? সরকারি অফিস থেকে বাড়ি-বিতর্ক সামনে আসতেই খোঁজ নেই বিএমওএইচের।
কোথায় হিটলার?
২। জোড়া সমন এড়িয়ে পিছনের দরজা দিয়ে পুলিশের কাছে হাজিরার দিয়েই খোশমেজাজে অনুব্রত। বোলপুরের পার্টি অফিসে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ। (অ্যাম...)
কদর্যভাষা, তাও ফুরফুরে!
২এ। অনুব্রতর হুমকি কাণ্ডে এবার বিস্ফোরক বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। (ফোনে কোনওদিনই ভদ্রভাষায় কথা বলেননি অনুব্রত। আমার মাকে গালাগালি দেননি। তবে বাবাকে দিয়েছেন।)
কেষ্টকাণ্ডে বিস্ফোরক বিদ্যুৎ
৩। নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার শিক্ষক চাকরিহারা। মুখ খুলেই বিতর্ক বাড়ালেন মদন। (বাইট---'৪০ শতাংশ তৃণমূলের দয়াতেই চাকরি পেয়েছেন। 'যারা তৃণমূলের দয়ায় চাকরি পাননি, তাদের অবস্থা দেখুন)
ফের বেফাঁস মদন
৪। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও বিতর্ক। দোকানের মিষ্টি, প্রসাদ বলে চালানোর অভিযোগ শুভেনদুর। মন্দিরের খোয়া ক্ষিরেই প্যাড়া, পাল্টা তৃণমূল।
প্রসাদ-সংঘাত!
৫। নিশানায় CBI ও রাজ্য দু'পক্ষই, ফের বিস্ফোরক তিলোত্তমার পরিবার।
(নির্যাতিতার বাবার সট - সিবিআই কভার আপ করার চেষ্টা করছে। অনেক টাকা নিয়ে এটা করছে।)
'টাকায় ধামাচাপা তদন্ত!'
৬। মহিলাদের পোশাক নিয়ে ফের বেলাগাম বিজেপি নেতা কৈলাস। (বাইট--মহিলাদের ছোট পোশাক পছন্দ করি না...সেলফি ফিরিয়ে দিই)
আবার কৈলাস!
৬এ। কেষ্টর কুকথা নিয়ে আসরে বিজেপি, পাল্টা কৈলাস নিয়ে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। প্রধানমন্ত্রীর জবাবের দাবি। নারীবিদ্বেষী বিজেপি, আক্রমণে কংগ্রেসও।
'কৈলাস নিয়েও বলুন'
৭। প্রাণ বাজি রেখে পাকিস্তানকে জবাব ভারতীয় সেনার। তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। (বাইট-...সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি...পাকিস্তানের সঙ্গে ফিটিং, পুরোটাই যুদ্ধ যুদ্ধ খেলা...)
'সিঁদুর নিয়ে নাটক'
৭এ। অপারেশন সিঁদুর নিয়ে বিধায়কের মন্তব্যে তোলপাড়। দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল। এনআইএ চায় বিজেপি। জোড়া থানায় থানায় নালিশ। (নরেন...হুঁ হুঁ...হতে দিন...)
বিতর্কে বিধায়ক, থানায় বিজেপি
৮। অপারেশন সিঁদুরের একমাস। জম্মু থেকে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। (বাইট-যখনই অপারেশন সিঁদুর..তখনই হার মনে পড়বে। দাঙ্গা বাঁধাতে চেয়েছিল...)
'ভুলতে পারবে না পাকিস্তান'
৮এ। আতঙ্কের প্রাসাদ ধ্বংসস্তূপ। সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রার চ্যালেঞ্জ। (বাইট-সন্ত্রাসের প্রভাব পড়তে দেব না)
প্রধানমন্ত্রীর পাক-চ্যালেঞ্জ
৯। কাশ্মীরের সঙ্গে রেলে জুড়ল ভারত। জয়রামের কটাক্ষের জবাব মোদির। (বাইট-কংগ্রেসের আমলেই শুরু হয়েছিল...। মোদি...যত ভাল কাজ যেন আমাদের জন্যেই পড়ে থাকে। আমরাই শেষ করি।)
জয়রামের দাবি, মোদির জবাব
৯এ। দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়ল কাশ্মীর। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও টলাতে পারবে না চেনাব সেতুকে। আঘাত হানতে পারবে না বিস্ফোরণও
ভূমিকম্পেও অটল সেতু
৯বি। (মোদি...আইফেল টাওয়ারের চেয়েও উঁচু) চন্দ্রভাগার উপরে বিশ্বের সর্বোচ্চ আর্চ সেতু পেল উপত্যকা। জোড়া বন্দে ভারতে ৩ ঘণ্টাতেই কাটরা থেকে কাশ্মীর।
চন্দ্রভাগায় সর্বোচ্চ আর্চ ব্রিজ
১০। জমি বিবাদে রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়কের অফিসেই তুলকালাম। দলেরই ২ গোষ্ঠীর হাতাহাতি। নামতে হল পুলিশকেও! (অ্যাম...)
বিধায়ক-কার্যালয়ে ধুন্ধুমার
১০এ। মুর্শিদাবাদ দাঙ্গায় জাফরাবাদে বাবা-ছেলেকে নৃশংসভাবে খুন। ১৩জনকে অভিযুক্ত দেখিয়ে ৫৬দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। দ্রুত বিচার শুরুর আবেদন।জাফরাবাদ-খুনে চার্জশিট
১০বি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিতর্কের মুখেই রেজিস্ট্রেশন পোর্টাল খুলল কেন্দ্র। উমিদ পোর্টালে ৬ মাসের মধ্যেই আপলোড করতে সম্পত্তির সংক্রান্ত নথি।
ওয়াকফ-রেজিস্ট্রেশনে পোর্টাল
১১। চোর অপবাদে মহেশতলায় উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক! ৫জনের গ্রেফতারিতে খোঁজ নেই ইসলামপুরের নাবালক। কারখানার আশপাশে তল্লাশি।
গ্রেফতার ৫, কোথায় কিশোর?
১১এ। কালনার কিশোরের মতো গুজরাতে কাজে গিয়ে অত্যাচারের শিকার বাংলার আরও নাবালক! রাজকোটে সোনার দোকান থেকে ১৯জন উদ্ধার করল পুলিশ।
কাজে গিয়ে গুজরাতে 'বন্দি'
১১বি। ১ দশক আগে শান্তিপুর হাসপাতালের সামনে গুলি করে খুন, ২ দোষীর আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ রানাঘাট আদালতের। (বাইট--নিহতের পরিবার..বিচারে খুশি...পুলিশ ভাল কাজ করেছে)
শান্তিপুরে খুন, আমৃত্যু জেল
১২। গ্রেফতারি নিয়ে পুলিশকে ভর্ৎসনা করে হাইকোর্টের জামিন। সোশাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় আলিপুর জেল থেকে মুক্তি পেলেন শর্মিষ্ঠা।
মুক্তি পেলেন পানোলি
১২এ। ঋণের ফাঁদে ফেলে অশোকনগরে কিডনি বিক্রির চক্র! মিডলম্যানের অভিযোগে বাঁশদ্রোণী থেকে আলিপুর আদালতের আইনজীবী গ্রেফতার। (অ্যাম...)
কিডনি-চক্রে আইনজীবী!
১৩। বেঙ্গালুরুতে IPL বিজয় উৎসবে মৃত্যুমিছিল। এবার বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের ব্যবসায়ীর। এফআইআর-এর সঙ্গে জুড়ে তদন্তের আশ্বাস পুলিশের। গ্রেফতার আরসিবির মার্কেটিং হেড।
বিরাটের নামেও অভিযোগ দায়ের!
১৪। রাজ্যে সদ্যোজাত-সহ আরও ২জন করোনা আক্রান্ত। সঠিক সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগে শুভেন্দুর। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে? পাল্টা তৃণমূল।
করোনা তথ্যে কারচুপি?
১৪এ। মিঠি নদীর পলি তোলার টেন্ডারে দুর্নীতি। জিজ্ঞাসাবাদের পর এবার ডিনো মোরিয়ার মুম্বইয়ের বাড়ি-সহ ১৫ জায়গায় ইডির তল্লাশি। সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ।
ডিনোর বাড়িতে ইডি
১৪বি। উলুবেড়িয়ায় জাতীয় সড়কে হঠাৎ গাড়িতে আগুন। অল্পের জন্য যাত্রীদের রক্ষা। ধোঁয়া দেখেই নামতেই জ্বলে উঠল গাড়ি। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত।
জাতীয় সড়কে গাড়িতে আগুন
১৪সি। ছাব্বিশে এপার বাংলায় ভোট, ওপার বাংলাতেও ভোট! এপ্রিলের প্রথম দিকেই বাংলাদেশে জাতীয় নির্বাচন, জানালেন ইউনূস। জুলাইতেই প্রকাশ্যে সনদ।
ওপারেও ছাব্বিশে ভোট
১৫। অকৃতজ্ঞ আক্রমণের পাল্টা এবার মাস্ককে 'মাথা খারাপ' কটাক্ষ ট্রাম্পের। হোয়াইট হাউস থেকে বেরোতে বলে পোস্ট। মাস্কের সংস্থায় সরকারি অনুদান বন্ধেরও হুঁশিয়ারি।
ট্রাম্পের কাছে মাস্ক 'পাগল'!
১৫এ। ভারতে স্যাটকম লাইসেন্স পেল ইলন মাস্কের স্টারলিঙ্ক। স্পেকট্রামের জন্য নথি পেশ। চলতি বছরের শেষ কিংবা ছাব্বিশের শুরুতেই মিলতে পারে পরিষেবা।
ভারতে স্টারলিঙ্কের স্যাটকম
১৫বি। ফেব্রুয়ারি, এপ্রিলের পর জুন। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ফের কমল রেপো রেট। ৫০ বেসিস পয়েন্ট কমে নতুন রেট সাড়ে ৫ শতাংশ। কমবে বাড়ি-গাড়ির ইএমআই?
কমবে ইএমআই?
১৬। বর্ষার দেখা নেই। দক্ষিণবঙ্গে বাড়বে গরম। দোসর আদ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা। ধস-বৃষ্টিতে এখনও বিপর্যস্ত সিকিম।
দক্ষিণে বাড়বে গরম
WB News Live: ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নামে নির্যাতন সোদপুরের তরুণীকে
ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার নামে নির্যাতন! 'সোদপুরের তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের বদলে পানশালায় নাচের প্রস্তাব'। রাজি না হওয়ায় তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। 'হাওড়ায় বাড়িতে আটকে রেখে তরুণীকে দিনের পর দিন অত্যাচার, সোশাল সাইটে ডোমজুড়ের আরিয়ান খানের সঙ্গে আলাপ তরুণীর।
২০২৪, ডিসেম্বর: তরুণীকে কাজের প্রস্তাব ডোমজুড়ের আরিয়ান খানের'
'আরিয়ানের ডোমজুড়ের বাড়িতে তরুণীকে আটকে রেখে অত্যাচার'
'পানশালায় নাচের প্রস্তাবে রাজি না হওয়ায় অত্যাচার আরিয়ান ও তাঁর মায়ের'
'বাড়িতে আটকে রেখে নির্যাতন, কেটে নেওয়া হয় চুল'
তরুণীকে সিগারেটের ছ্যাঁকা, কাটারির কোপ, অভিযোগ নির্যাতিতার মায়ের
গতকাল ডোমজুড় থেকে পালিয়ে খড়দায় নিজের বাড়িতে ফেরেন তরুণী
খড়দা থানায় অভিযোগ দায়ের তরুণীর পরিবারের
WB News Live Update: কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার
ফের নাবালককে নির্মম নির্যাতন, এবার কোন্নগরে। কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার! গাছ থেকে আম পাড়তে গিয়ে বেধড়ক মার খেল ১৪ বছরের কিশোর। পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। বেধড়ক মারধরে কিশোরের মাথা ও চোখে গুরুতর আঘাত। কোন্নগর থেকে কলকাতা মেডিক্যালে আনা হয়েছে কিশোরকে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের কিশোরের পরিবারের।






















