West Bengal Live Updates: বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি
West Bengal Live Blog: জেলা থেকে শহর, কোথায় কী হচ্ছে.. জেনে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই জল ছাড়ল DVC। DVC জল ছাড়ায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে জল ছাড়ছে DVC। সকাল ১১টা থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে DVC। ৬৫ হাজার কিউসেক হারে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে, জানাল ডিভিসি। মাইথন জলাধার থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে : ডিভিসি । পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ২৭ হাজার ৫০০ কিউসেক, জানাল ডিভিসি। 'না জানিয়ে জল ছাড়ছে, বাংলাকে ডোবানোর চেষ্টা'। DVC-কে আক্রমণ রাজ্য প্রশাসনের।
ফের DVC-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'উৎসবের দিনে পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না ডিভিসি। রাজ্যকে আগাম নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই বেপরোয়া কাজের ফলে উৎসবের মধ্যে রাজ্যবাসীর দুর্দশা বাড়বে। এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক-অগ্রহণযোগ্য। ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি বিপর্যয়। আমি স্পষ্ট বলতে চাই, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করব'।
চাঁদা না দেওয়ায় স্থানীয় বিজেপি নেতার ছেলেকে পিটিয়ে 'খুন'! ক্লাব সদস্যদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। ক্লাব সদস্যদের মধ্যে ২ জন স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ। ২৬ তারিখ নিহত প্রলয় বর্মনকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে ক্লাবের সদস্যরা, অভিযোগ বিজেপি নেতার। 'ক্লাবের সামনে রাখা। ব্যারিকেডে ধাক্কা লেগে আহত প্রলয়, জানানো হয় ফোনে। ক্লাবের সামনে গিয়ে ছেলেকে দেখতে পাইনি', দাবি বিজেপি নেতা অধীর বর্মনের। রেললাইন থেকে ছেলের দেহ উদ্ধার, অভিযোগ বিজেপি নেতার। ক্লাবের সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি নেতা অধীর বর্মনের।
বীরভূমের মাড়গ্রামে নৃশংস কাণ্ড ভিলেজ পুলিশের। যুবকের মুখে 'নিষিদ্ধ বাজি' পুরে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। বীরভূমের মাড়গ্রামের চাঁদপাড়া গ্রামে তুমুল উত্তেজনা। বাজিতে আহত যুবক হেমন্ত বাগদি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে ঘটনা। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি যুবক। নিষিদ্ধ বাজি নয়, সম্ভবত কালিপটকা ফেটেছে, দাবি পুলিশের। যুবক জখম হওয়ার পর বিক্ষোভে বিসর্জন মিছিল বন্ধ। গ্রেফতার অভিযুক্ত ভিলেজ পুলিশ, তদন্তে মাড়গ্রাম থানার পুলিশ। ধৃতের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
Durga Puja 2025: আনন্দ-উচ্ছ্বাস থেকে চোখের জল, বিসর্জনের দ্বিতীয় দিনে গঙ্গার ঘাটে নানা ছবি
আনন্দ-উচ্ছ্বাস থেকে চোখের জল, বিসর্জনের দ্বিতীয় দিনে গঙ্গার ঘাটে নানা ছবি। মন ভারাক্রান্ত। বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন। ঢাকের বাদ্যি থেকে শুরু করে ধামসা, মাদল সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা। সবশেষে প্রতিমা জলে পড়তেই ভারাক্রান্ত হচ্ছে মন, বিষাদের সুর। আর সেই ছবি ফুটে উঠছে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে। বিসর্জন ঘিরে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা বিসর্জনের জন্য রিভার ট্রাফিক পুলিশের নজরদারি। গঙ্গা থেকে তোলা হচ্ছে বিসর্জনের কাঠামোও।প্রতিমা নিরঞ্জনের কিছুক্ষণের মধ্যেই তোলা হচ্ছে কাঠামো। কাঠামো তুলে ডাম্পারে করে পাঠানো হচ্ছে অন্য়ত্র। উত্তর থেকে দক্ষিণ। একাদশীতেও মণ্ডপে মণ্ডপে ভিড়। চলছে প্যান্ডেল হপিং।
West Bengal News: রাজ্যে ফের বোমার বলি! ডোমকলে নিজের বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল মহিলার
রাজ্যে ফের বোমার বলি! ডোমকলে নিজের বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল মহিলার। তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কিন্তু কোথা থেকে আসছে বোমা? উঠছে এই প্রশ্নটাই।






















