WB News Live : আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই
এখনও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও, বিধায়ক পদ ছাড়ছেন না তাপসী ।

Background
বসন্ত জাগ্রত দ্বারে। আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। সবার রঙে রং মেশানোর দিন। নাচে-গানে রঙিন আনন্দে রাঙিয়ে দেওয়ার দিন। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়। সারাদিন যে যে খবরে নজর ...
- চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুঁশিয়ারি! এখনও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, দলের আগে জাতি সত্তা। পাল্টা হুমায়ুনকে উন্মাদ বলে আক্রমণ শানিয়েছেন শুভেনদু অধিকারীও। এরইমধ্য়ে, হুমায়ুন কবীরকে শোকজ করেছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের দাবি, তৃণমূল মনে করছে, হুমায়ুন কবীরের ধারাবাহিক মন্তব্য়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই এই সিদ্ধান্ত।
- শুভেন্দুর মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে থানায় কোনও অভিযোগ করা না হলেও, একাধিক থানায় অভিযোগ জানাল কংগ্রেস। বুধবার চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। বৃহস্পতিবার বাগুইআটি থানায় অভিযোগ জানাল, রাজারহাট গোপালপুর ১ নম্বর টাউন কংগ্রেস কমিটি। মামলা করে শুভেনদু অধিকারীকে থামানো যাবে না, প্রতিক্রিয়া বিজেপির।
- বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও, বিধায়ক পদ ছাড়ছেন না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দিলেন তাপসী মন্ডল। আমি বিধায়ক পদ ছেড়েছিলাম, উনি লোভী। হলদিয়ায় দাঁড়িয়ে পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারী ভোটে জিতলে তাঁর জন্য এবার বকশিস ঘোষণা করলেন ডেবরার তৃণমূল বিধায়ক। ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন হিসাবে ২৫ হাজার টাকা তিনি শুভেন্দু অধিকারীকে দেবেন বলে ঘোষণা করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
WB News Live : আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই
আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র
WB News Live : রঙের উৎসবে মাতল বাংলা
রঙের উৎসবে মাতল বাংলা। পার্থ-সুজিত-সব্যসাচী-চন্দ্রিমা-কুণালদের পাশাপাশি দোল খেললেন সুজন-সজলরাও।






















