WB News Live: লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস, খবর সূত্রের
District News:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
সাড়ে চারমাস টালবাহানার পর, অবশেষে কণ্ঠদান 'কালীঘাটের কাকু'র (Kalighater Kaku AKA Sujaykrishna Bhadra)। জোকা ইএসআই (Joka ESI Hospital) হাসপাতালে ১ ঘণ্টা ধরে চলে স্বর-সংগ্রহের প্রক্রিয়া। রাতেই ফেরানো হয় এসএসকেএমে।
মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, মেলেনি নির্দেশনামা। অভিযোগ তুলে বিচারপতি সিন্হার (Justice Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ। নির্দেশনামা সংগ্রহের পরামর্শ বিচারপতি সৌমেন সেনের।
মুখ খোলার পরেই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যার বাড়িতেও হামলা। ফের রুনা খাতুনকেই দায়ী করলেন শাসক বিধায়ক। থানায় যান, পাল্টা যুব তৃণমূলের নেত্রী।
ফের খুন হওয়ার আশঙ্কাপ্রকাশ বলাগড়ের বিধায়কের। এবার পাল্টা দেওয়ার সময়। ফিরছি বলাগড়ে, খেলা জমে যাবে। এবার চ্যালেঞ্জ মনোরঞ্জনের। থানায় গেলেন রুনা।
সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান কী? ৪ সপ্তাহের মধ্যে জানতে চাইল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরাতে রাজ্যের সাড়া না মেলার অভিযোগ।
হাইকোর্টের ভর্ৎসনার পর সক্রিয় ব্যারাকপুর পুলিশ। গতবছরের মামলায় তড়িঘড়ি যুক্ত হল খুনের ধারা। গ্রেফতার করা হল সব অভিযুক্তকেই। রিপোর্ট দিয়ে জানাল ব্যারাকপুর কমিশনারেট।
ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাঁধা হবে মঞ্চ। সকালে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন সেলিম। সিপিএমের ইনসাফ চাওয়ার মুখ নেই, খোঁচা তৃণমূলের।
বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এসআই ও হোম গার্ডের। আহত পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এলাকায় এডিজি দক্ষিণবঙ্গ।
WB News Live:
মঞ্চে সুব্রত বক্সী, সফটওয়্যার-বিতর্কে বিধায়ককেই জবাব কাউন্সিলরের
WB News Live Update:ফের কুলতলিতে বাঘের আতঙ্ক
ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। এবার মৈপীঠেরই পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক। তল্লাশি শুরু বনদফতরের।
WB News Live:নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই বঙ্গ রাজনীতিতে ট্যুইস্ট
নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই বঙ্গ রাজনীতিতে ট্যুইস্ট, জল্পনা বাড়িয়ে এবার শোভন-বৈশাখীর বাড়িতে কুণাল
WB News Live Update:ফের কুলতলিতে বাঘের আতঙ্ক
ফের কুলতলিতে বাঘের আতঙ্ক। এবার মৈপীঠেরই পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক। তল্লাশি শুরু বনদফতরের।
WB News Live: লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস, খবর সূত্রের
লোকসভা ভোটে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস। 'তৃণমূলের কাছে ৫ থেকে ৮টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে, লোকসভা ভোটে বাংলায় ১২টি আসনে জিততে পারে কংগ্রেস।' সূত্রের খবর, কংগ্রেস সভাপতির কাছে এমনই রিপোর্ট দলের জোট সংক্রান্ত কমিটির।