West Bengal News Live : তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে ধুন্ধুমার, আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই
বর্ষবর্ষণের আগে বাংলার হাতে সন্তোষ ট্রফি। ভবানীপুরে বাড়ি থেকে উদ্ধার প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন। আর জি করের জরুরি বিভাগে মেরামতির অনুমতি।
LIVE
Background
চব্বিশের শেষ পঁচিশের শুরু। বিশ্বজুড়ে বর্ষবরণ। আতসবাজিতে নতুন বছরকে স্বাগত। কলকাতা থেকে জেলা। আনন্দে মাতোয়ারা বাংলা। দেশজুড়ে উৎসবের আনন্দ।নাচ-গান-হুল্লোড়ে বর্ষবরণ। মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভাল, বার্তা মমতার।
মমতার পরে বছরের শেষ দিনে সন্দেশখালিতে শুভেন্দু। দিলেন পাল্টা জবাব। বছরখানেক পরই রাজ্য়ে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে সন্দেশখালিতে দাঁড়িয়েই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি ফের খেললেন মেরুকরণের তাস।
বর্ষশেষের রাতে বড় উপহার পেলেন বাংলার ফুটবলপ্রেমীরা। কেরলকে ১-০ গোলে উড়িয়ে ভারতসেরা বাংলা। কেরলের কাছে দু'বার সন্তোষ ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলো বাংলা। বাংলার হয়ে একমাত্র গোল রবি হাঁসদার। ৬ বছর বাদে সন্তোষ চ্যাম্পিয়ন সঞ্জয় সেন ব্রিগেড। ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে তুললো বাংলা। শুভেচ্ছা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে আটকে রাখতে মরিয়া , মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু-সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠল ইউনূস-সরকারের বিরুদ্ধে। ১৫ই অক্টোবর ২ হাজার ৬৪ জনের নামে গেজেট জারি হয়। ডিসেম্বরের নতুন গেজেটে দেখা যায় ১৬৮ জনের নাম বাদ গেছে। অভিযোগ, নতুন বিজ্ঞপ্তিতে বেছে বেছে হিন্দু-সহ সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার।
West Bengal News : তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর
বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলল গুন্ডামি। ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কার্যত পালালেন আরাবুল ইসলাম।
Fake Passport Scam : পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১, নদিয়া থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। ধীরেন ঘোষকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখা। চাকদার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার।
West Bengal News : আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।
Bangladesh News : উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা, ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন
চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি বৃহস্পতিবার। তার আগে উদ্বেগ বাড়াচ্ছে সন্ন্যাসীর শারীরিক অবস্থা। ইউনূস সরকারকে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার আবেদন জানালেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে, তাঁর মুক্তি চেয়ে ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করল ইসকনের কলকাতা শাখা।
WB News Live : পরিচারক-পরিচারিকার বেশে শিল্পপতির বাড়িতে থেকে একের পর এক হাতসাফাই
পরিচারক-পরিচারিকার বেশে শিল্পপতির বাড়িতে থেকে একের পর এক হাতসাফাই। হিরের গয়না-আংটি মিলিয়ে কোটি টাকার ওপর জিনিস চুরি করেও হল না শেষরক্ষা। বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযু্ক্ত-সহ ১১ জন। বড়সড় চক্রের পর্দাফাঁস করল চেতলা থানা।