West Bengal News Live : বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের 'কলকাতা দখলের' হুঁশিয়ারি নিয়ে মমতার বড় বার্তা
আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দিন। ইউনূস সরকারকে চিঠি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের। হামলার পর হুমকি। উদ্বেগে ইসকন।
LIVE
Background
কলকাতা : গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর, জলপাইগুড়িতে শুরু হল BSF-এর জনসংযোগ অভিযান। ভারত-বাংলাদেশ সীমান্তে সিং পাড়া গ্রামে বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন BSF-এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমাডান্ট মনোজ কুমার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গ্রামের বাসিন্দাদের সচেতন করেন BSF-কর্তা।
বাংলাদেশে চলছে লুঠপাট, হামলা। এদিকে এখনও অধরা বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া ৭০ জন জঙ্গি। এই পরিস্থিতিতে এইসব জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার আশঙ্কায় আগেই সীমান্তে কড়া নজরদারি চালাতে শুরু করেছে BSF। সেই আবহে এবার মালদা টাউন স্টেশনে বাড়িয়ে দেওয়া হল নিরাপত্তা।
হিন্দু দেখলেই বাংলাদেশে কট্টরপন্থীদের হামলার মুখে পড়তে হচ্ছে। ভারতে এসেও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা। জমি-বাড়ি ফেলে, অনেকেই চলে আসছেন ভারতে। ফেলে আসা জন্মভূমিতে আর কি ফেরা হবে? সেই দোটানাকে সঙ্গী করেই দেশান্তরী হওয়া।
Mamata Banerjee : ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BNP নেতার বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি। বিধানসভায় দাঁড়িয়ে ভারত-বিদ্বেষীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, এটা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব না। এত হিম্মত কারও নেই। বাংলাদেশে যে অত্য়াচার চলছে, সেটা আমরাও ভাল চোখে দেখছি না, ভারত-বিদ্বেষের পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Live : আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে, সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।
Kolkata News Live : 'জেলে যান, ফর্ম্যালি গ্রেফতার করুন', 'কালীঘাটের কাকু'কে নিয়ে সিবিআইকে নির্দেশ আদালতের
সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে আদালতে প্রশ্নের মুখে সিবিআই। 'মেডিক্যাল গ্রাউন্ডে এতদিন হাজিরা দিচ্ছেন না, তাহলে তদন্তকারী অফিসার জেলে যান, সেখানে গিয়ে দেখে গ্রেফতার করুন' সিবিআইকে নির্দেশ আদালতের
Bangladesh News Live : আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন
ফের ভারত-বিদ্বেষী জিগির BNP-র। ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর এবার আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ‘ডেলি স্টার’ সূত্রে খবর, ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP-র ৩ সংগঠন।
WB News Live : বিরোধীদের আখ মাড়াই যন্ত্রে পিষে মারার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক
ফের বেলাগাম আব্দুর রহিম বক্সী। এবার বিরোধীদের চোখ উপড়ে নেওয়া, আখ মাড়াই যন্ত্রে পিষে মারার হুমকি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক।