WB News Live : অগ্নিগর্ভ মালদা, রিপোর্ট তলব নবান্নের
West Bengal News Live : সংগঠন থেকে সংখ্যালঘু, ভোটে ভরাডুবির পরে প্রথম দলীয় বৈঠকেই প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দু দ্বন্দ্ব, দেখুন একনজরে ...
LIVE
Background
কলকাতা: সংগঠন থেকে সংখ্যালঘু, ভোটে ভরাডুবির পরে প্রথম দলীয় বৈঠকেই প্রকাশ্যে সুকান্ত-শুভেন্দু দ্বন্দ্ব।ভোটে ভরাডুবির ধাক্কায় কট্টর হিন্দুত্বের পথে শুভেন্দু। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চাকেই বাদ দেওয়ার সওয়াল। মোদির স্লোগানের পাল্টা সওয়াল, কার্যত এই প্রথম দলেই চ্যালেঞ্জের মুখে শুভেন্দু। বিরোধী দলনেতার তত্ত্ব খারিজ করতে আসরে সুকান্ত, পাশে শমীক। সংখ্যালঘু মোর্চার বিরোধিতা করে শুভেনদুর হুঙ্কার। সুকান্ত-শমীকের আপত্তির মধ্যেই পাশে দাঁড়ালেন তথাগত। কম লোকেরই সত্যি বলার সাহস থাকে। দীর্ঘজীবী হোন বলে এক্স হ্যান্ডলে পোস্ট। লোকসভা থেকে উপনির্বাচন-ভরাডুবির দায় এড়ানোর মরিয়া চেষ্টায় শুভেন্দু,পাল্টা সুকান্ত। ২১-এর তুলনায় ভোট বেড়েছে ২৪-এ। ৬৯ পুরসভায় এগিয়ে বিজেপি। লোকসভা ভোটে হারে সাফাই সুকান্তর।ভোটে ধাক্কার পরেই বঙ্গ বিজেপিতে টালমাটাল। একসুর সৌমিত্র-অর্জুন। ভোটে বিপর্যয়ের দায় কার? সায়েন্স সিটিতে বিজেপির বৈঠকের মধ্যেই মুরলিধর সেন লেনে আন্দোলন।বঙ্গ বিজেপিতে অসন্তোষের আগুন। বিরোধীদের ভূমিকায় হতাশ খোদ তৃণমূল সাংসদ। সংখ্যালঘু অনুপ্রবেশে বদলাচ্ছে বাংলা-অসমের জন-বিন্যাস! রাজ্যের ভূমিকা মনে করিয়ে আশঙ্কা হিমন্ত বিশ্বশর্মা। মৌসুনী দ্বীপে জাল আধার কার্ড চক্রের দাবি সুকান্তর।
West Bengal Live News: কুলতলিতে পুলিশের উপর হামলা ও প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে অবশেষে গ্রেফতার করল পুলিশ
কুলতলিতে পুলিশের উপর হামলা ও প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। যে ভেড়ির আলাঘরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত, তার মালিককেও গ্রেফতার করা হয়েছে। যদিও হামলায় অভিযুক্ত সায়রুল সর্দার এখনও পলাতক।
WB News Live: দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে তুলকালাম মালদার চাঁচলে
দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যু ঘিরে তুলকালাম মালদার চাঁচলে। আক্রান্ত হলেন চাঁচল থানার দুই এসআই। এক এসআইকে মারা হল লাথিও। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ সময় মতো ব্যবস্থা নিলেআরও আগে উদ্ধার করা যেত লরির খালাসিকে। পুলিশের দাবি, দ্রুততার সঙ্গেই খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
West Bengal Live News: বিদ্যুৎমন্ত্রী বলছেন লোডশেডিংয়ের সমস্যা নেই, ভিন্নসুর বিধায়কের
বিদ্যুৎমন্ত্রী বলছেন লোডশেডিংয়ের সমস্যা নেই, ভিন্নসুর বিধায়কের। মানিকচকে বিদ্যুতের সমস্যা আছে, মানলেন তৃণমূলেরই বিধায়ক । 'সারা রাত লোডশেডিং, বারবার জানিয়েছি, সমাধান হলে এমন হত না', অশান্তির নেপথ্যে লোডশেডিংয়ের সমস্যার কথা মানলেন সাবিত্রী মিত্র।
WB News Live: সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ
সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। পুলিশ-ছাত্র সংঘর্ষে ৩২জনের মৃত্যু, জানাল সংবাদসংস্থা এএফপি। বাংলাদেশ টিভির সদর দফতরে আগুন বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের ডাকা বন্ধের মধ্যেই দফায় দফায় সংঘর্ষ, নামল সেনা। অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ শেখ হাসিনার। অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে বারণ ভারতীয় হাইকমিশনের। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় চাকরিতে ৩০% সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন
West Bengal Live News: একের পর এক ট্রেন দুর্ঘটনা, কী করছে কেন্দ্র, আক্রমণে মমতা
একের পর এক ট্রেন দুর্ঘটনা, কী করছে কেন্দ্র, আক্রমণে মমতা। যাত্রী-সুরক্ষা আর কবে নিশ্চিত করতে পারবে রেল, আক্রমণে মমতা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলনেত্রীর