TMC News: তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন, সংগঠনের সভাপতি শশী পাঁজা
ABP Ananda Live: তৃণমূল প্রভাবিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নতুন সংগঠন 'প্রোগ্রেসিভ হেলথ ওয়েস্ট অ্যাসোসিয়েশন বেঙ্গল' । সংগঠনের সভাপতি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
অস্ত্র-পাচারের 'কেন্দ্র' শিয়ালদা! ফের অস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার
শিয়ালদাই কি কলকাতায় অস্ত্র পাচারের এপিসেন্টার? আড়াই মাসের মধ্যে ফের অস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। কাদের পাচার? জেরা পুলিশের। ফের অশান্ত ভাঙড়, ভর সন্ধ্যায় শ্যুটআউট। বাড়ির কাছেই যুবকের পিঠে গুলি চালিয়ে বাইকআরোহী ২ দুষ্কৃতী উধাও। কেন হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে ২ ঘণ্টার শুনানিতেও অধরা উত্তর। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা? জানতে চাইলেন প্রধান বিচারপতি। যোগ্য-অযোগ্য আলাদা করা অসম্ভব, পরীক্ষার বিকল্প প্রস্তাব বিকাশের। জটিলতা দেখছে সুপ্রিম কোর্ট। ওএমআর সিটের ২৩ বদলে সার্ভারে ৫৩। পরীক্ষায় না দিয়েই চাকরি। দুর্নীতির স্পনসর রাজ্য সরকার, অভিযোগ বিকাশের। ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। আটকানোর চেষ্টা পুলিশের। ব্যাপক ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ।


















