(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live : আগামীকাল লোকসভা নির্বাচনের দিনঘোষণা, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায়
Mamata Banerjee Health Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে
LIVE
Background
কলকাতা : গুরুতর আহত মুখ্যমন্ত্রী। কপালে আঘাত,গলগলিয়ে রক্ত। এসএসকেএমে চিকিৎসার পর নিয়ে আসা হল বাড়িতে। মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) পিছন থেকে ধাক্কা, জানালেন এসএসকেএমের ( SSKM ) অধিকর্তা।ধাক্কার অর্থ এই নয় যে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে আসলে পড়ে যাওয়ার সময়, মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তিনি কোন ধাক্কা খেয়েছেন, পরে ব্যাখ্যা এসএসকেএমের অধিকর্তার। কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে, প্রতিক্রিয়া ভ্রাতৃবধূ কাজরীরও। পুলিশ কমিশনারকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর পুলিশ সূত্রে ।
এদিকে জেড প্লাস ক্যাটাগরিতেও মুখ্যমন্ত্রীকে ধাক্কার অভিযোগে উদ্বেগ ছড়িয়েছে। বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনার সময় কারা ছিলেন, করা হবে বয়ান রেকর্ড, জানানো হয়েছে পুলিশ সূত্রে। কেউ ধাক্কা মারেনি, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
West Bengal Live: দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা
দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা। মিছিল ও সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন শুভেনদু অধিকারীর। শাসকদলকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal News Live Blog: ভোট ঘোষণার আগের রাতেই নদিয়ায় তৃণমূলকর্মী খুন!
ভোট ঘোষণার আগের রাতেই নদিয়ায় তৃণমূলকর্মী খুন! করিমপুরের থানারপাড়ায় তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন। বাড়ির কাছেই ধারাল অস্ত্র দিয়ে তৃণমূলকর্মীর উপরে হামলা। জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদের জেরেই খুন, সন্দেহ পুলিশের
West Bengal Live: সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ
সাধারণের জন্য খুলে গেল হুগলি নদীর নীচের পাতাল পথ! গঙ্গার নীচ দিয়ে শুরু হল মেট্রোর যাত্রী পরিষেবা। আজ থেকেই চালু হল নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা-তারাতলা লাইনের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের মেট্রো। প্রথম যাত্রার সাক্ষী হতে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই রাত থেকে লাইন দেন টিকিটের জন্য।
West Bengal News Live Blog: ভোটের আগে কলকাতায় ফের নোটের পাহাড়! গ্রেফতার ৩
ভোটের আগে কলকাতায় ফের নোটের পাহাড়! গ্রেফতার ৩। পোস্তা, বউবাজারে কলকাতা পুলিশের অভিযান। ৩জনের কাছ থেকে নগদ ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত। পোস্তায় ২জনের কাছ থেকে নগদ ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত। বউবাজারে ১জনের কাছ থেকেই ৩০ লক্ষ টাকা উদ্ধার। এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল, সদুত্তর না দেওয়ায় গ্রেফতার।
West Bengal Live: দিল্লি আবগারি মামলায় কেসিআরের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করল ইডি
কেসিআরের মেয়ে কে কবিতা গ্রেফতার। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করল ইডি। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে গ্রেফতার। আবগারি মামলায় গ্রেফতার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। হায়দরাবাদ থেকে গ্রেফতার, আনা হচ্ছে দিল্লিতে ।