West Bengal News Live: কবিগুরুর ছবিতে আগুন দেওয়ার প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত রবীন্দ্রসদন, গেটে তালা!
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। সেক্টর ৫, সখেরবাজার থেকে রিজেন্ট কলোনি, মেদিনীপুর, কল্যাণী থেকে খেজুরি-- সকাল থেকে অন্তত ২২ জায়গায় অভিযানে ED। বালি পাচার মামলায় একযোগে তল্লাশি।
২। নজরে GD মাইনিং সংস্থা। সেক্টর ফাইভে হেড অফিস, সখেরবাজারে রেজিস্টার্ড অফিসে তল্লাশি। সংস্থার কর্ণধার, অন্যতম ডিরেক্টরের বাড়িতেও অভিযান ED-র।
৩। ১০ বছরেই বিত্তবান। নজরে মাইনিং সংস্থার কর্মী জহিরুল আলি। ঝাড়গ্রামের বাড়ি থেকে তল্লাশিতে ১২ লক্ষ টাকা উদ্ধার। গোপীবল্লভপুরের মোট ৬ জায়গায় তল্লাশি।
৪। বালি পাচারের কালো টাকা সাদা করতে কি ঘুরপথে বিনিয়োগ বিমায়? রিজেন্ট কলোনিতে বিমা সংস্থার এজেন্টের বাড়িতে ED আধিকারিকরা। সকাল থেকেই তল্লাশি।
৫। খাদান লিজ নিয়ে ভুয়ো চালান তৈরি করে বেআইনিভাবে বেশি বালি তোলার অভিযোগ।কাজ করছে একাধিক সিন্ডিকেট। ৩ মাস ধরে অনুসন্ধানের পর একযোগে অভিযান ED-র।
৬। বিরাট দুর্নীতি, সব টাকা শাসক দলের উপর মহলে যাচ্ছে। বালি পাচারে ইডি অভিযান নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। ভোট আসছে, বাড়ছে এজেন্সি তৎপরতা। পাল্টা তৃণমূলের।
৭। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নৌশাদ সিদ্দিকির। নওশাদ বলেছেন, 'আমাকে তৃণমূলে যোগের প্রস্তাব দেওয়া হচ্ছে।'
৮। খেজুরিতে ২ বিজেপি কর্মীর মৃত্যু মামলায় তদন্তকারী অফিসারের ভূমিকায় ফের প্রশ্ন আদালতে। কেন ময়নাতদন্তের আগে চিকিৎসককে ফোন IO-র? প্রশ্ন বিচারপতির। কল ডিটেলস জমা।
৯। প্রদেশ কংগ্রেস ভবনে গুন্ডামি করে গ্রেফতার। এবার আদালতের দ্বারস্থ রাকেশ সিংহের পরিবার। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে FIR খারিজের আবেদন। ১১ সেপ্টেম্বর শুনানি।
১০। নরেন্দ্রপুরের বোড়ালে তোলাবাজদের তাণ্ডব। এক সপ্তাহ ঘরছাড়া পরিবার। এবিপি আনন্দের খবরের জেরে পরিবারকে ফেরালেও এখনও অধরা দুষ্কৃতীরা। আতঙ্কে পরিবার।
১১। ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁ সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক। মতুয়া ভোট নিয়ে আলোচনা। মহুয়া মৈত্রের মন্তব্য নিয়েও কথা। খবর তৃণমূল সূত্রে।
১২। ব্যারাকপুর লাটবাগানে BT রোডে পুলিশ কমিশনার দফতরের কাছে শ্যুটআউট। গাড়ি থেকে গুলি, এলাকায় আতঙ্ক। গ্রেফতার আইনের পড়ুয়া-সহ ৩।
১৩। নিউ ব্যারাকপুরে দুষ্কৃতী দাপট। চুরির অভিযোগে পাকড়াও দুষ্কৃতীকে ছাড়াতে তাণ্ডব, তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ২।
১৪। ফের কাজের দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট। গড়িয়া স্টেশনে রেক খারাপ। টালিগঞ্জ থেকে ব্রিজি, অফিসটাইমে ট্রেন না চলায় চরম দুর্ভোগে অফিসযাত্রীরা।
১৫। তেঘরিয়ায় খালি সরকারি এসি বাসে আচমকা আগুন। VIP রোডের উপর দাউদাউ করে জ্বলল বাস। কোনওক্রমে রক্ষা চালকের। দমকলের চেষ্টায় নিভল আগুন।
১৬। উচ্চ মাধ্যমিকে জোড়া সিমেস্টারের প্রথম পরীক্ষা শেষ। সল্টলেকে পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে সংসদ সভাপতি। ক্ষোভের মুখে সংসদ সভাপতি।
১৭। ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের প্রতিবাদ। অগ্নিগর্ভ কাঠমাণডু। পুলিশের গুলিতে মৃত্যুমিছিল, আহত ৩ শতাধিক। সংসদ ভবনে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা।
১৮। ফরিদাবাদে এসি থেকে বহুতলে আগুন। ঝলসে মৃত্যু একই পরিবারের তিন জনের। মৃত্যু পোষ্য কুকুরেরও। ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একজন।
West Bengal News Live: গ্রেফতার আইনের ছাত্র মহম্মদ আরমান আনসারি সহ তাঁর ২ সঙ্গী
ব্য়ারাকপুরের পুলিশ কমিশনারের দফতর থেকে মাত্র কয়েকশো মিটার দূরে চলন্ত গাড়ি থেকে চলল গুলি! গ্রেফতার আইনের ছাত্র মহম্মদ আরমান আনসারি সহ তাঁর ২ সঙ্গী।
West Bengal News: চাপের মুখে বিতর্কিত ছাত্র নেতাকে বহিষ্কার
বাঙালি অস্মিতায় শান দিতে গিয়ে কবিগুরুর ছবিই পোড়ালো টিএমসিপি! প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। চাপের মুখে বিতর্কিত ছাত্র নেতাকে বহিষ্কার।






















