(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তনয়া পাঁজা, নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজে
RG Kar Protest : আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা।
LIVE
Background
কলকাতা: আর জি কর-কাণ্ডে চার্জশিট নিয়ে সিবিআইয়ে অনাস্থা, প্রতিবাদে আজ রাজভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রাজ্যজুড়ে মানববন্ধনের ডাক।এবার অসুস্থ অনশনরত জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। ভর্তি এনআরএসে। ইউরিনে কিটোনের মাত্রাবৃদ্ধি, হাসপাতাল সূত্রে খবর। ৫টি বিভাগের চিকিৎসক নিয়ে তৈরি মেডিক্যাল বোর্ড।মুখ্যসচিবের জোড়া ইমেলে তুঙ্গে বিতর্ক। প্রথম ইমেলে স্বাস্থ্যভবনে চিকিৎসক সংগঠনগুলির ২ জন করে প্রতিনিধিকে আজ বৈঠকের ডাক। দ্বিতীয় ইমেলে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ।কার্নিভালে বাধা দেওয়ার জন্য বিক্ষোভের অপব্যবহার হতে পারে। শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন নয়, রাজ্যের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ইমেলে দাবি মুখ্যসচিবের।গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের অধিকার আছে। আমরা তো রাজ্যের পুজো কার্নিভাল বাতিলের দাবি করছি না। আইন মেনেই আন্দোলন, পাল্টা বিবৃতি প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। বাবুঘাটে প্রতিমা বিসর্জনেও উই ওয়ান্ট জাস্টিস টি শার্ট পরে স্লোগান ভবানীপুরের মিত্র পরিবারের সদস্যদের। রায়গঞ্জ-দিল্লিতে বিসর্জনের শোভাযাত্রায় বিচারের দাবি। আর জি কর-কাণ্ডের পরেও বদলায়নি ছবি। এবার SSKM-এ দুষকৃতী-তাণ্ডব। ট্রমা কেয়ারের সামনেই হকি স্টিক, উইকেট নিয়ে রোগীর আত্মীয়ের ওপর চড়াও! ফাটল মাথা।
WB News Live: হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা
জুনিয়র ডাক্তারদের দাবি ন্য়ায্য়। সেই দাবি পূরণ না হলে, সরকারের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে পারেন অধ্য়াপক-চিকিৎসকরা। প্রয়োজনে, তাঁরাও অনশন, অবস্থান কর্মবিরতি করতে পারেন। আজ SSKM-এ বৈঠকের পর, এমনই হুঁশিয়ারি দিলেন সরকারি হাসপাতালের প্রফেসর চিকিৎসকরা। আগামীকাল দ্রোহের কার্নিভাল ও জুনিয়র ডাক্তারদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
RG Kar Protest Live: জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরাল হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত
মঙ্গলবারের জোড়া কার্নিভাল নিয়ে আরও জোরাল হল রাজ্য সরকার ও চিকিৎসকদের সংগঠনের সংঘাত। স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের ডাকা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকেই দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জয়েন্ট প্ল্যাটপর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।
West Bengal Live News: দমদমের রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ
দমদমের রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। রেস্তোরাঁয় ঢুকে হুমকি ও রেস্তোরাঁ মালিকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তরা থানায় গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। রেস্তোরাঁর সামনে থেকে এক মানসিক অবসাদগ্রস্ত ব্যক্তিকে সরতে বলা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই ব্যক্তিকে সরতে বলার পর রেস্তোরাঁয় চড়াও দুষ্কৃতীরা।
West Bengal Live: দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতেও আর জি করকাণ্ডে ন্যায়বিচার চেয়ে স্লোগান
দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতেও আর জি করকাণ্ডে ন্যায়বিচার চেয়ে স্লোগান। শোভাযাত্রা থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটা সবুজ সঙ্ঘের পুজোর বিসর্জনের শোভাযাত্রায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
RG Kar Medical College Doctor Death Live: দুর্গাপুরের বিসর্জন কার্নিভাল মঞ্চে উঠল সুবিচারের দাবি
দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালের মঞ্চেও আর জি করকাণ্ডে সুবিচার দাবি। উই ওয়ান্ট জাস্টিস থিম নিয়ে নাটক মঞ্চস্থ দুর্গাপুরের ফুলঝোড় পুজো কমিটির। নাটক মঞ্চস্থ হল রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সামনে। দুর্গাপুরের বিসর্জন কার্নিভাল মঞ্চে উঠল সুবিচারের দাবি।