West Bengal News Live : আজকের মধ্যেই জমা পড়া এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে, নির্দেশ কমিশনের
নজরে ২৬, আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে কাজের রিপোর্ট কার্ড পেশ করবে সব দফতর I প্রশ্নে SSC-র নতুন পরীক্ষা বিধি, আজ কী বলবে হাইকোর্ট?
LIVE

Background
CEO দফতরের সামনে ধুন্ধুমারকাণ্ড! শুভেন্দু অধিকারীকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান দিতে শুরু করলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। পাল্টা CEO দফতর থেকে বেরনোর সময় বিক্ষোভকারীদের চোর চোর বললেন বিরোধী দলনেতা। তাঁর কনভয় লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা। এর মধ্য়েই পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হল তৃণমূলপন্থী BLO-দের। অন্যদিকে দিল্লিতে শীতকালীন অধিবেশনের শুরুর দিনই বিরোধীদের খোঁচা দিলেন নরেন্দ্র মোদি। বললেন, 'ড্রামা করার অনেক জায়গা আছে, যাঁরা করতে চান করতে পারেন।' পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও। তারা SIR নিয়ে আলোচনার দাবিতে অনড় থাকায়, এদিন গোটা দিনের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা।
SIR-আবহে রাজনৈতিক তরজা তুঙ্গে। সোমবারই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ২৬, ২৭, ২৮ এই ৩ দিনের প্রত্যেকটা এন্ট্রিকে অডিট করতে হবে। অন্য়দিকে, ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, পুরো ব্লক কে ব্লক উধাও হয়ে গেছে। ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে। ভ্যানিশ করে দিচ্ছে। ঠিকভাবে SIR হলে, ভোটার তালিকা থেকে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়ার দাবি বারবার করছেন শুভেন্দু অধিকারী। অন্য়দিকে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিস্ফোরক অভিযোগ, ১ কোটি ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিজেপি।
'তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে।' SIR আবহে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করলেন, 'SIR-এ যদি ঠিকঠাক, যদি ৮০ শতাংশও SIR হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে।' পাশাপাশি, নিজের লোকসভা কেন্দ্রে 'সেবাশ্রয় দুই'-এর উদ্বোধনে গিয়ে, কমিশনকেও চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। দাবি করেছেন, সেদিনের বৈঠক সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে আছে। দিয়েছেন আদালতে যাওয়ার হুঁশিয়ারিও।
Mamata Banerjee Live : বাংলার উন্নয়নের পাঁচালি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার উন্নয়নের পাঁচালি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সাড়ে ১৪ বছরে তৃণমূল-সরকারের দ্বারা বাংলার উন্নয়নের ছবি । গেয়ে শোনালেন ইমন চক্রবর্তী।
WB News Live : শূন্য থেকে ২০ জন মৃত, এমন বুথের তথ্য আবার খতিয়ে দেখার নির্দেশ
শূন্য থেকে ২০ জন মৃত। এমন বুথের তথ্য আবার খতিয়ে দেখার নির্দেশ। ২০০২ সালে নাম নেই, বর্তমানে বয়স ৪৫-এর বেশি হলে ফের চেক করতে হবে। BLO-দের নির্দেশিকা কমিশনের।























