West Bengal News Live : ১৭০০ কোটি টাকা খরচ করে তৈরি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর
আপাতত স্থগিত হোক SIR। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পুনরায় পরিকাঠামো মূল্যায়ন করে, অবাধ ও স্বচ্ছ ভোটের ওপর মানুষের আস্থা ফেরানো হোক। দাবি মুখ্যমন্ত্রীর।
LIVE

Background
'২০২৬ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ'। হুঙ্কার দিলেন অমিত শাহ। বললেন, '২০২৪ সাল থেকে টানা জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট। হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-এনডিএ জোট। এবার তামিলনাড়ু-পশ্চিমবঙ্গের পালা' হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
আপাতত স্থগিত হোক SIR। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। পুনরায় পরিকাঠামো মূল্যায়ন করে, অবাধ ও স্বচ্ছ ভোটের ওপর মানুষের আস্থা ফেরানো হোক। দাবি মুখ্যমন্ত্রীর।
অভিষেকের ভাঙড় বার্তার পরেও ফের সওকত-আরাবুল সংঘাত। হাকিমুলের গাড়িতে হামলা, বিক্ষোভ। আরাবুলের পেট্রোল পাম্পেও তাণ্ডব।
WB News Live : সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও গ্রেফতারি। এবার ফেরার তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা গ্রেফতার
WB News Live : 'চার লেনের অত্যাধুনিক এই ব্রিজ তৈরি হচ্ছে', প্রস্তাবিত সেতুর শিলান্যাস করে বললেন মুখ্যমন্ত্রী মমতা
'১৭০০ কোটি টাকা খরচ করে তৈরি গঙ্গাসাগর সেতু, চার লেনের অত্যাধুনিক এই ব্রিজ তৈরি হচ্ছে', প্রস্তাবিত সেতুর শিলান্যাস করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






















