West Bengal News Live: SSC-র পরীক্ষা ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের
WB News Live: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। কাল SSC-র নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। দাগি-মুক্ত হবে পরীক্ষা? নিশ্চিত করতে পারল না কমিশন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওড়াল কমিশন।
২। পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী। ঢালাও নিরাপত্তা। প্রশ্নপত্রর ছবি তুললেই, কোন পরীক্ষার্থীর তা চিহ্নিত হবে আধঘণ্টায়। ঘোষণা SSC চেয়ারম্যানের।
৩। নিখোঁজ বালকের দেহ উদ্ধার। উত্তাল তেহট্ট। প্রতিবেশীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, বাড়ি লাগোয়া গুদামে আগুন। দুই অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ।
৪। খেলতে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির পড়ুয়া। পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া দেহ। বিবাদের জেরে এই ঘটনা, ধারণা পুলিশের। অভিযুক্তর বিরুদ্ধে আগেও শিশু অপহরণের অভিযোগ।
৫। সোনারপুরে তোলাবাজদের দাপট। জমির মালিকের কাছ থেকে ৭৫ হাজার টাকা তোলা দাবি। না পাওয়ায় মারধরের অভিযোগ। জমি বেহাতের আশঙ্কা। থানায় অভিযোগের পরেও গ্রেফতারি শূন্য।
৬। সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে CBI। শেখ শাহজাহানের মেয়ের বাড়িতে অভিযান। সাক্ষীদের হুমকির অভিযোগ পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা।
৭। নিয়োগ-মামলায় আত্মসমর্পণের পর চন্দ্রনাথ সিংহের জামিন। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে হেফাজতে চায় ইডি। শুক্রবারের মধ্যে মন্ত্রীর জবাব তলব।
৮। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। শুল্ক সংঘাতের মধ্যে প্রতিক্রিয়া ট্রাম্পের। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মনোভাবের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস মোদির।
West Bengal News Live: আত্মসমর্পণের পর মন্ত্রীর জামিন
নিয়োগ-মামলায় আত্মসমর্পণের পর চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিন। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে হেফাজতে চায় ইডি। শুক্রবারের মধ্যে কারামন্ত্রীর জবাব চাইল কোর্ট।
WB News Live: অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ
অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল, জানাল SSC।






















