West Bengal News : কোচবিহারে বাঙালি হিন্দু বাঁচাও কর্মসূচি বিজেপির , জেলাশাসকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ
সামশেরগঞ্জে খুন বাবা-ছেলে, বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল নেতারা। আজ নিহতদের বাড়িতে যাচ্ছেন সুকান্ত। ‘গোটাটাই ষড়যন্ত্র’, দাবি তৃণমূলের।

Background
জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার।
জাফরাবাদে নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কার্যত প্রত্যাখ্যানের মুখে পড়তে হল তৃণমূলের জনপ্রতিনিধিদের। ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তাঁরা নেবেন না বলে জানিয়ে দিলেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূলের সাংসদ-বিধায়কদের দাবি, ক্ষতিপূরণের টাকা তাঁরা পরে নেবেন বলে জানিয়েছেন। আর তৃণমূল বিধায়ক-সাংসদদের এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ সদ্য স্বজন হারানো দাস পরিবারের অন্যান্য সদস্যরা।
তৃণমূল সাংসদ-বিধায়কদের সামনেই BSF ক্যাম্পের দাবি জানাল মুর্শিদাবাদকাণ্ডে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। শাসক-সাংসদের আশ্বাস, বিষয়টি নিয়ে কথা চলছে। দুর্গতরা বলেছেন বিএসএফ ছিল বলে জীবিত আছেন। মহিলাদের সম্মাান রক্ষা হয়েছে। কলকাতায় ফিরে জানালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।
মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ দূর করা রাজ্য সরকারের দায়িত্ব। সরকার মেয়েদের পুরোপুরি খেয়াল রাখুক। কলকাতায় ফিরে কড়া বার্তা দিল জাতীয় মহিলা কমিশন। রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন NCW-এর চেয়ারপার্সন। NCW-কে কটাক্ষ করেছে তৃণমূল। জবাব দিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন।
WB News Live :হার্টে একাধিক ব্লকেজ, রাজ্যপালের বাইপাস সার্জারির সম্ভাবনা
অসুস্থ রাজ্যপাল, ভর্তি কমান্ড হাসপাতালে। সিভি আনন্দ বোসের হার্টে একাধিক ব্লকেজ পাওয়া গেছে। হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে এলেন মুখ্যমন্ত্রী। কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপালকে, সূত্রের খবর। হার্টে একাধিক ব্লকেজ, রাজ্যপালের বাইপাস সার্জারির সম্ভাবনা
WB News Live : শালবনিতে কা বলছেন মমতা ?
শালবনিতে জিন্দল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে জিন্দল গোষ্ঠী ৮০০ ইউনিটের দুটি প্রকল্প তৈরি করছে। খরচ হবে ১৬ হাজার কোটি টাকা। হবে প্রচুর কর্ম সংস্থান।






















