West Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়ার সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা। প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে মমতা-অভিষেক। বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল।
বাঙালিদের উপর অত্যাচার হলে ছেড়ে কথা বলব না। ধর্মতলার সভা থেকে কেন্দ্রের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
ভোট এলেই নাম বাদ দেওয়ার চেষ্টা, মহারাষ্ট্রের মতোই বাংলা-বিহারে চক্রান্ত। কেন চুপ কমিশন? শুভেন্দুর সিইও দফতর অভিযানের দিনই পাল্টা আক্রমণে মমতা।
ছাব্বিশের ভোটের আগে বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের দাবি শুভেন্দুর। বিধানসভা থেকে সিইও দফতর অভিযান।
বাঙালিদের উপর কেন এত রাগ? পুশব্যাকের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণে তৃণমূলনেত্রী।
ভুয়ো ভোটারের খোঁজে বাংলায় বাড়ি-বাড়ি সমীক্ষার দাবি শুভেন্দুর। বাংলাদেশিদের জন্য জনবিন্যাসই বদলে যাওয়ার অভিযোগ।
ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার দাবিতে সিইও দফতরে শুভেন্দু। পাল্টা আক্রমণে মমতা।
কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাল্টা রাজ্যের সঙ্গে সিইও দফতরে অর্ধেক কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও রাখার দাবি বিরোধী দলনেতার।
ছাব্বিশের ভোটের আগে মমতার মুখে ফের খেলা হবে স্লোগান।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের মধ্যেই বীরভূমে আটক উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস। বৈধ কাগজ না থাকার অভিযোগে আটকাল পুলিশ। পরে মুচলেকা দিয়ে মুক্তি।
তৃণমূলনেত্রীর হুঙ্কারের পরেই বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি শাসকনেতার।
বাংলাদেশি সন্দেহে আটকে রেখে পুলিশি হেনস্থা। পুণেতে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী গোপালনগরের বাসিন্দা।
যতদিন আছি। ততদিন ভোটব্যাঙ্ক। বারবার বিতর্কে জড়িয়েও ফের দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের।
তৃণমূলের শহিদ দিবসের আগে ফের বিদ্রোহী হুমায়ুন।
নিজের দলের নেতাদেরই নিশানা হুমায়ুনের। পাশে হরিহরপাড়ার তৃণমূল বিধায়কও।
চলতি বছরের এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই পরীক্ষা। চাকরিপ্রার্থীদের আবেদন ডিভিশন বেঞ্চে খারিজ। হস্তক্ষেপ নয় অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বরে।
ডিভিশন বেঞ্চে SSC-র ৩০ মের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিই বহাল। পরীক্ষায় অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। আগের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।
আরও ৫ জন খুন হলেও, ছাব্বিশের ভোটে ভাঙড়ে জিতবে তৃণমূলই, ফের হুঙ্কার সওকতের। লাশের উপর দিয়ে এলাকা দখলের ছক, পাল্টা আক্রমণে ISF.
২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ফাঁকা হল। লোক আটকাতে বারাসাতে রবীন্দ্র ভবনের গেটে তালা। ভিড়ের জন্য তালা, দাবি উদ্যোক্তদের। অন্তর্জলি যাত্রা শুরু, খোঁচা বামেদের।
বন্ধ কলেজ খোলার দাবিতে এসএফআই-ডিওয়াইএফআই মিছিলে কোচবিহারে ধুন্ধুমার। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বর্ধমানেও তুলকালাম।
খাস জমি দখলের অভিযোগ। ভাতারে জমি-অভিযানে সিপিএম। পুনরুদ্ধার করে চাষিদের হাতে ফিরিয়ে দিল কৃষক সভা। পাল্টা পারিবারিক জমি ও সব রেকর্ড থাকার দাবি।
ময়নায় বিজেপি নেতা খুনে NIA জালে আরও ২ তৃণমূল নেতা। ধৃত প্রাক্তন ব্লক সহ সভাপতি ও প্রাক্তন অঞ্চল সভাপতি। তেইশে খুন হন বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া।
পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত, বিজেপি কর্মী খুনের মামলায় পরেশ পালদের বিরুদ্ধে নিম্ন আদালতে শুনানি নয়। তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের আগাম জামিন মামলায় নির্দেশ হাইকোর্টের।
নিক্কো পার্কে ফের রহস্যমৃত্যু। বনধুর জন্মদিনের সেলিব্রেশনে গিয়ে ওয়াটাররাইডে হঠাৎ সংজ্ঞাহীন মুরারিপুকুরের ছাত্র। মৃত অবস্থাতেই আনা হয়েছিল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
সুস্থ অবস্থাতেই জয়রাইডে, গাফিলতিতেই মৃত্যু। নিক্কো পার্কে ছাত্রের মৃত্যুতে দাবি পরিবারের। অসুস্থ হতে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, পাল্টা দাবি নিক্কো পার্ক কর্তৃপক্ষের।
মানিকতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক। বিরাটিতে রেল লাইনে উদ্ধার মা-বাবার দেহ। আত্মঘাতী বলে অনুমান পুলিশের। যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
বৃষ্টিতে বানভাসি হুগলি, বাঁকুড়া, পাঁশকুড়া, বীরভূমের একাংশ। আলিপুরদুয়ারে নদীতে হড়পা বানে আটকে গেল বাস। পশ্চিমবঙ্গ থেকে সরল নিম্নচাপ। কমবে বৃষ্টি, বাড়বে অস্বস্তি।
পশ্চিম মেদিনীপুরের পর এবার পথের হতশ্রী দশা মুর্শিদাবাদে। নবগ্রামে ক্যানসার আক্রান্ত রোগীকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হল হাসপাতালে।
হাইকোর্টের নির্দেশে মামলাকারী পরিচালকদের সঙ্গে তথ্য-সংস্কৃতি দফতরের বৈঠক। বৈঠক ইতিবাচক, বলছেন পরমব্রত-সুদেষ্ণা। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস অনুপস্থিত রইলেন বৈঠকে।
West Bengal News Live: তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের
তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে?, সওয়াল রাজ্যের। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন ? প্রশ্ন বিচারপতির।
WB News Live: ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য? জানাতে হবে দু'সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের
'ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য?' জানাতে হবে দু'সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। 'সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে', পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের। 'গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক', তাঁদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের।






















