West Bengal News Live Update: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা
WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। তবে আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। অষ্টমী পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
চতুর্থীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে বিপত্তি। দমকা হাওয়ায় জাতীয় সড়কের ওপর ভেঙে পড়ল আলোর তোরণ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বকখালি বাস স্টপেজের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর বকখালি পল্লীসমাজ দুর্গোৎসব কমিটির আলোর তোরণ ভেঙে পড়ে। ওই সময় এলাকায় প্রচুর লোকজন ছিল। অল্পের জন্য রক্ষা পান দর্শনার্থীরা। আলোর তোরণ ভেঙে পড়ায় কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সোনালি বিবি সহ বীরভূমের দুই পরিবারের ৬ জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ এই ছজনকে ফিরিয়ে আনতে হবে কেন্দ্রীয় সরকারকেই।
পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এদিন এমনই মন্তব্য করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে, আবার নাম না করে বিশ্ববিদ্য়ালয়ের একাংশকে নিশানা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এটাই শেষ দুর্গাপুজো। স্বভাবতই, এবারের পুজোতেও লেগেছে রাজনীতির রং। শুক্রবার, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে চেনা পরিচিত ভঙ্গিতে, ফের 'সোনার বাংলা' গড়ার ডাক দিলেন অমিত শাহ। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিল তৃণমূল।
পদ হারিয়েই তোলাবাজি নিয়ে বিস্ফোরক তৃণমূলের পাঁশকুড়ার প্রাক্তন টাউন সভাপতি ও তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর স্ত্রী। দলেরই একাংশের বিরুদ্ধে তুললেন তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল।
WB News Live Update: পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা
পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিলেন, মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য় পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। এনিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
West Bengal News Live Update: সরশুনায় নিকাশি নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ, পুজোতেও পথে নামতে ভয় স্থানীয়দের
সরশুনায় নিকাশি নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। বারবার কাউন্সিলরকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। পুজোতেও পথে নামতে ভয় স্থানীয়দের।






















