WB News Live: 'সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই আস্থা মমতার
West Bengal News Live update: এক ক্লিকেই জেনে নিন সারা রাজ্যের সব খবরের এক ঝলক-
LIVE
Background
১। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। মিছিল শুরুর আগেই ধরপাকড়।
বাংলাদেশে আক্রান্ত হিন্দু
২। অসহায়দের জন্য সহায়, নীরন্নদের জন্য অন্ন। দুর্গতের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা! ইসকনকেও নিষিদ্ধ করার দাবি কট্টরপন্থীদের।
দুর্গতদের পাশে, তিনিই 'রাষ্ট্রদ্রোহী'!
৩। চট্টগ্রাম থেকে কুমিল্লা....ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর বাংলাদেশে হিনদুর উপর হামলা। (কার্তিক মহারাজের সট - পরিকল্পিতভাবে হিন্দুরে ওপর হামলা....)
'হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা'
৪। বাংলাদেশে দিকে দিকে হিনদুদের ওপর অত্যাচার। ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ মিছিলে বাধা। চট্টগ্রামে জরুরি অবস্থা চেয়ে আবেদন। কী পদক্ষেপ ইউনূস সরকারের? জানতে চাইল কোর্ট।
চট্টগ্রামে এমার্জেন্সির আর্জি
৪এ। অশান্ত বাংলাদেশ, চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় আইনজীবীর মৃত্যু। পরিকল্পিতভাবে সনাতনীদের ঘাড়ে দায় ঠেলা হচ্ছে। এভাবে সনাতনীদের দমানো যাবে না, বিবৃতি বাংলাদেশ জাগরণ জোটের।
'সনাতনীদের দমানো যাবে না'
৫। সন্ন্যাসীর গ্রেফতারি থেকে হিনদুদের ওপর হামলা। হিনদুদের নিরাপত্তা নিশ্চিত করুক ঢাকা। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের।
কড়া বার্তা দিল্লির
৫এ। বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিজেপির। (শুভেনদুর সট - এটা অস্তিত্বের লড়াই)।
'অস্তিত্বের লড়াই'
৫বি। বাংলাদেশে তালিবানের পদধ্বনি! চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা বন্ধের দাবি শুভেনদুর। সোমাবার চেকপোস্টে বিক্ষোভ, পণ্যবাহী ট্রাক আটকানোর ডাক।
ভিসা বন্ধের দাবি শুভেন্দুর
৬। বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। তৃণমূলনেত্রীর দ্বিচারিতা, খোঁচা কংগ্রেসের। আন্তর্জাতিক ইস্যু, কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক।
বাংলাদেশ 'রাজনীতি'
৬এ। (শমীকের সট - কোথায় মুখ্যমন্ত্রীর কোনও মানবিক মুখ? কেন চুপ আছেন?) (অভিষেকের সট - যা ঘটেছে দুর্ভাগ্যজনক, নিন্দনীয়)
কে নীরব, কে সরব?
৭। বাংলাদেশে হিনদুদের উপর লাগাতার হামলা। ইউক্রেন থেকে প্যালেস্তাইনের পক্ষে নামা বিক্ষোভকারীরা কোথায়? কলকাতা-সহ জেলায় জেলায় নাম মাত্র প্রতিবাদ।
হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদ কোথায়?
৮। বেলাগাম হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ককে শোকজ তৃণমূলের। ৩ দিনের মধ্যে জবাব তলব। (হুমায়ুনের সট- কোনও অন্যায় করিনি, মন্তব্য থেকে সরে আসব কেন?)
হুমায়ুনকে শোকজ তৃণমূলের
৮এ। মুখপাত্রের পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। হুমায়ুনের সুরেই অভিষেকের হয়ে ব্যটিং (অরূপ - কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি, মমতার পর অভিষেক)
পদ হারিয়ে অভিমানী
৯। বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে মেটিয়াবুরুজে তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে পুর কর্মীরা। (অ্যাম্বি.....)
কাউন্সিলরের রোষে পুরকর্মীরা
৯এ। সরকারি কাজে গিয়েই বাধার মুখে পুর কর্মীরা। তৃণমূল কাউন্সিলরারের বিরুদ্ধে কী পদক্ষেপ? (বাইট-ফিরহাদ...এরকম কিছু হওয়া উচিত, কিছু হলে...)
যদি কিছু হলে...?
৯বি। অর্পিতার মুক্তির পরে জামিন পেতে মরিয়া পার্থ। দু-জনের মধ্যে কোনও সম্পর্কই নেই! দাবি পার্থর আইনজীবীর। প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে না, মন্তব্য বিচারপতির।
জামিন পেতে মরিয়া পার্থ
৯সি। পার্থর জামিন-শুনানিতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে ইডি। আপানাদের সাজা ঘোষণার হার কত? খুব খারাপ, মন্তব্য বিচারপতির। সোমবার ফের শুনানি, থাকতে হবে সিবিআইকে।
West Bengal News: ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী
ওয়াকফ সম্পত্তি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল আনার আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকারের আনা বিল আইনে পরিণত হয়, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মুখ্যমন্ত্রী বলছেন, 'রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলটা নেওয়া উচিত ছিল কারণ রাজ্যে ওয়াকফ বোর্ড আছে। আমরা প্রথম থেকেই বিরোধিতা করেছি। আমাদের চাপে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের সময় ওয়াকভ সম্পত্তি কিছু দখল হয়নি, যা হওয়ার আগে হয়েছে। কেন্দ্র সরকার যে বিল এনেছে মুসলিম সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হবে।''
West Bengal News Live: কলকাতায় সনাতনী সমাজের মিছিল
বাংলাদেশে বিপন্ন হিন্দু I সনাতনী সমাজের প্রতিবাদী মিছিল কলকাতায় I শিয়ালদা থেকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল।
West Bengal News: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই আস্থা মমতার
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'যে ধর্মের উপর অত্যাচার হোক না কেন, আমরা কখনোই মেনে নিতে পারি না, সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এক্তিয়ার আমাদের নেই।' এটা দেশের ব্যাপার, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দু'বার টেলিফোনে কথা বলেছি, জানালেন মুখ্যমন্ত্রী।
West Bengal News Live: আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল হাড়োয়ায়
আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল হাড়োয়ার গোপালপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাসিদা বিবি ও তার স্বামী গোপালপুর দু'নম্বর অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি কামারুল সরদারের বিরুদ্ধে।
West Bengal News: রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ
অন্ডাল থেকে পুরুলিয়া, গোঘাট থেকে পাথরপ্রতিমা, রামপুরহাট। রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ আছড়ে পড়ছে। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম উঠেছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন স্থানীয়রা। যার জেরে কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, কোথাও তালা ঝোলানো হল পঞ্চায়েত অফিসে! কোথাও আবার আটকে রাখা হল সমীক্ষা করতে যাওয়া সরকারি কর্মীদের।