WB News Live Update: 'পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারব জানি না', সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে অভিযোগ সজলের
West Bengal News Live : দেখুন রাজ্যের সারাদিনের খবর
LIVE

Background
রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবার পূর্ব বর্ধমানের জামালপুরে পুুলিশকে মার! তৃণমূল নেতার ভাইকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ। আক্রান্তকে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশ ! জখম ৩ পুলিশ কর্মী, পুলিশের গাড়িও ভাঙচুর। পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ১৭। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের।
পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করে দিল হাইকোর্ট। 'আগামী ৪ সপ্তাহের মধ্যে সোনালি বিবি-সহ বীরভূমের ২ পরিবারের ৬ জনকে ফেরাতে হবে'। 'বাংলাদেশ থেকে এই ৬ জনকে ফিরিয়ে আনতে হবে রাজ্যে। নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের।
কালীঘাটে যাওয়ার আগেই রাতের অন্ধকারে অমিত শাহের ব্যানার সরানোর অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দিরের আশেপাশে বিজেপির তরফে ব্যানার লাগানো হয়, দাবি বিজেপির। কে বা কারা সেই সমস্ত পোস্টার ও ব্যানার খুলে দেয় বলে অভিযোগ। বদলে ওই স্থানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু ব্যানার লাগানো হয়, অভিযোগ বিজেপির।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে, নির্দেশ আদালতের। 'তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে'।
ফের ট্রাম্পের শুল্ক বোমা, এবার আমদানি ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক। ভারতের শেয়ার বাজারে ফার্মা স্টকগুলি ৪ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। আগামী পয়লা অক্টোবর থেকে ওষুধের উপর নতুন শুল্ক চালু করার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'যতদিন আমেরিকায় ওষুধ তৈরি না করা হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে শুল্ক ।'
WB News Live Update: 'পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারব জানি না', সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে অভিযোগ সজলের
'মানুষ যাতে মণ্ডপে পৌঁছতে না পারে, তাই যেখানে সেখানে ব্যারিকেড'
'পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারব জানি না'
'আরও কিছু পুলিশি নোটিস পাওয়ার অপেক্ষায় আছি, পাশে থাকুন'
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে অভিযোগ সজল ঘোষের
সবাই যাতে দুর্ঘটনা এড়িয়ে প্রতিমা দর্শন করতে পারে, তাই ব্যারিকেড
এর পিছনে অন্য উদ্দেশ্য নেই, সজলের অভিযোগ উড়িয়ে দাবি পুলিশের: সূত্র
West Bengal News: পুজোর মুখে ভয়াবহ হত্যাকাণ্ড, সাঁইথিয়ায় মা ও ছেলের গলাকাটা দেহ উদ্ধার
পুজোর মুখে সাঁইথিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ড
সাঁইথিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মা ও ছেলের গলাকাটা দেহ উদ্ধার
ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ
সকাল থেকে সাড়াশব্দ না পেয়ে বাড়ির দরজা খোলার চেষ্টা করেন প্রতিবেশীরা, খবর পুলিশসূত্রে
এরপর বাড়ির দরজা খুলে ২ জনের দেহ উদ্ধার করা হয়






















