News LIVE Updates: দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু
LIVE News Updates: দেশ থেকে রাজ্যের সব খবরের আপডেট দেখুন...

Background
দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ
West Bengal News LIVE: দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু
দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। নিউটাউনে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে। প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ
West Bengal News LIVE: শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ!
শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল আজাদ! ইউরোপের দেশগুলির ভিসা জাল করত আজাদ মল্লিক, খবর ইডি সূত্রে। 'ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাতো', খোলা বাজার থেকে নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাতো, খবর ইডি সূত্রে। 'আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড', একটি ভোটার কার্ড নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট-গোপালপুর বিধানসভার। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ৫০ কোটির লেনদেনের হদিশ মিলেছে আজাদের থেকে, খবর ইডি সূত্রে। তাহলে কি কোনও স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল পাক নাগরিক আজাদ? জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ কী ? আজাদের হাত ধরে আরও কোনও পাক নাগরিক এ রাজ্যে নাম পাল্টে লুকিয়ে নেই তো? ১৫ এপ্রিল: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে বিরাটি থেকে গ্রেফতার হয় আজাদ মল্লিক






















