West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার খবর দেখুন এক নজরে

Background
কলকাতা: আলিপুরদুয়ারের ফালাকাটায় ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজন শিশু কন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের। গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফলাকাটা থানার পুলিশ।
WB News LIVE Updates: মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, পার্কিং-বিবাদে ফের অশান্ত শালিমার। পার্কিংয়ের সঙ্গে এলাকা দখল নিয়ে রণক্ষেত্র শালিমার। সিন্ডিকেট বিবাদে ফের রণক্ষেত্র হাওড়ার শালিমার । শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টি, একের পর এক দোকান ভাঙচুর।
জুনের পর এবার নভেম্বর, ফের পার্কিং বিবাদে তাণ্ডব! শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র্যাফ।
West Bengal News LIVE Updates: গয়েরকাটায় বিজেপির মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান, পাল্টা 'চোর চোর' স্লোগান শুভেন্দুর
মাদারিহাট বিধানসভার গয়েরকাটায় শুভেন্দুর মিছিলে স্লোগান-যুদ্ধ। বিজেপির মিছিল লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান। পাল্টা 'চোর চোর' স্লোগান শুভেন্দু অধিকারীর।






















