West Bengal News LIVE Updates: 'চুরি করব আর বলব শিক্ষক-দুটো জিনিষ কখনও একসঙ্গে হয় না', শিক্ষক দিবসের অনুষ্ঠানে কটাক্ষ পুরপ্রধানের
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখতে থাকুন...
LIVE

Background
'মিড ডে মিলের চাল চুরি করব, আর রাস্তায় দাঁড়িয়ে বলব আমি শিক্ষক!' চুরি করব আর বলব শিক্ষক-দুটো জিনিষ কখনও একসঙ্গে হয় না, তৃণমূল বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কটাক্ষ পুরপ্রধানের. 'সবাই নয়, যে চুরি করেছে, আমি কিন্তু তাকেই বলছি', শিক্ষক দিবসের অনুষ্ঠানেই শিক্ষকদের একাংশকে আক্রমণে বর্ধমানের পুরপ্রধান
Serampore Death News: শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ
শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ। মৃতের নাম দীপশিখা গোস্বামী। বৈদ্যবাটি পুরসভার সুকান্ত পার্কের কাছে আবাসনে বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ। ফ্ল্যাটে একাই থাকতেন, বেশ কিছুদিন দেখা যায়নি, দাবি স্থানীয়দের। দুর্গন্ধ বেরনোয় পুলিশকে খবর দেয় স্থানীয়রা, দরজা ভেঙে উদ্ধার দেহ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
'চুরি করব আর বলব শিক্ষক-দুটো জিনিষ কখনও একসঙ্গে হয় না'
'মিড ডে মিলের চাল চুরি করব, আর রাস্তায় দাঁড়িয়ে বলব আমি শিক্ষক! চুরি করব আর বলব শিক্ষক-দুটো জিনিষ কখনও একসঙ্গে হয় না', তৃণমূল বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কটাক্ষ পুরপ্রধানের। 'সবাই নয়, যে চুরি করেছে, আমি কিন্তু তাকেই বলছি', শিক্ষক দিবসের অনুষ্ঠানেই শিক্ষকদের একাংশকে আক্রমণে বর্ধমানের পুরপ্রধান। শিক্ষকদের একাংশকে তৃণমূল নেতার আক্রমণ, পাশে বিজেপির জেলা নেতা। 'শিক্ষকরা মিড ডে মিলের চাল চুরি করলে, তা মেনে নেওয়া যায় না', বর্ধমান পুরসভার চেয়ারম্যানের দাবি সমর্থন বিজেপির জেলা সম্পাদকের। 'নিজেরা সব চুরি করে এখন শিক্ষকদের চোর বলছেন...' আসলে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায় তৃণমূল, কটাক্ষ সিপিএমের






















