WB News Live : সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়
West Bengal News Live - জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
কলকাতা : হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ( Abhijit Gangopadhyay )। বললেন, 'ভিতরে ভিতরে ভাঙছে তৃণমূল। ছাব্বিশ পর্যন্ত টিকবে না'। নাম না করে অভিষেককে ( Abhishek Banerjee ) তালপাতার সেপাই বলে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে, ইডি আধিকারিকদের ওপর হামলাকাণ্ডে সিট খারিজ। ন্যাজাট-বনগাঁ থানার তিনটি মামলার তদন্ত নথি ও শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ হাইকোর্টের।
মঙ্গলবার সন্ধেবেলা শহরে পৌছলেন প্রধানমন্ত্রী। বুধবার তাঁর হাত ধরে গঙ্গার নীচে মেট্রো পেতে চলছে কলকাতাবাসী। তিন মেট্রো প্রকল্প ছাড়াও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সরকারি প্রকল্পের উদ্বোধনের পরেই বারাসাত রওনা দেবেন প্রধানমন্ত্রী।
WB News Live : আজই বিজেপিতে তাপস রায়, তৃণমূলকে নিশানা পদত্যাগী বিধায়কের
আজই বিজেপিতে তাপস রায়। জলদস্যুদের পাশে সরকার! তৃণমূলকে নিশানা পদত্যাগী বিধায়কের।
Mamata Banerjee News: ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি
ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি। বেতন বাড়ল সাড়ে ৭০০ টাকা। সহযোগীদের বাড়ল ৫০০ টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। এপ্রিল থেকে কার্যকর।
Sandeshkhali : সন্দেশখালিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাবে তিন প্রশ্ন ডেরেকের
সন্দেশখালিকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাব তৃণমূলের। প্রধানমন্ত্রীকে তিন প্রশ্ন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। দেশে কেন প্রত্যেক ঘণ্টায় মহিলাদের উপর আক্রমণের ৫১টি মামলা দায়ের হয়? লোকসভায় কেন বিজেপির মাত্র ১৩ শতাংশ মহিলা প্রতিনিধি? বিজেপির ১৯৫ জনের প্রার্থীতালিকায় কেন মাত্র ১৪ শতাংশ মহিলা? মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কেন শাস্তি হয় না? সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের।
Tapas Roy Joins BJP : সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়
সম্ভবত আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়, সুকান্ত, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল ত্যাগী তাপস।
WB News Live : বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে, দাবি মোদির
৪০ বছরে ২৮ কিমি মেট্রো রেল চলেছে। কিন্তু বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে। বাংলার পরিকাঠামো উন্নয়ন হয়েছে বিজেপি আমলেই। বারাসতের সভায় দাবি প্রধানমন্ত্রীর।