West Bengal News Live Updates: এনুমারেশন ফর্ম বিলি ঘিরে উঠছে নানা অনিয়মের অভিযোগ, পাল্লা দিয়ে বাড়ছে অসন্তোষ
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
বিশ্বজয়ের পর কলকাতায় রিচা। সম্বর্ধনা দিল CAB। তুলে দেওয়া হল সোনার ব্যাট-বল। রিচা ঘোষকে ৩৪ লক্ষ টাকা পুরস্কার CAB। সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী, সৌরভ, ঝুলনরা।
বিশ্বজয়ী রিচাকে ঘিরে উচ্ছ্বাস। বিমানে অভিবাদন সহযাত্রীদের। বাঘাযতীনের ফ্ল্যাটে প্রতিবেশীদের সম্বর্ধনা। লালবাজারে গিয়ে সিপির সঙ্গে সাক্ষাৎ রিচার। বিশ্বজয়ীকে পুলিশে চাকরি। রিচা ঘোষকে ডেপুটি সুপারিন্টেডেন্ট পদে নিয়োগ রাজ্য পুলিশের। বিশ্বজয়ীকে স্যালুট জানিয়ে পোস্ট।
SIR আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ। আসরে তৃণমূল। অভিষেকের নির্দেশে টিম গঠন। মৃতদের বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল নেতৃত্ব।
SIR-সংঘাত সপ্তমে। মৃতদের বাড়িতে তৃণমূলের টিম। কমিশনের বৈঠকে SIR-এ সায় দিয়েও বাইরে বিরোধিতা। দ্বিচারিতার অভিযোগ শুভেন্দুর। আত্মঘাতী গোল করে নার্ভাস বিজেপি, খোঁচা দেবাংশুর।
বারবার হুমকি-হঁশিয়ারি। কমিশনের কাজে বাধা মুখ্যমন্ত্রীর। অভিযোগ শুভেনদুর। ব্রাজিলের মডেলও ভোটার, ওঁরা স্বচ্ছ ভোটই চান, রাহুলের অভিযোগ টেনে কটাক্ষ দেবাংশুর।
মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ। ৮ BLA-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ কমিশনের। অভিযুক্তদের মধ্যে অধিকাংশই তৃণমূলের, খবর সূত্রের।
বাড়ি বাড়ি ঘুরছেন BLO-রা। ফর্ম নিতে না পারলে, অনলাইনে ফিলা আপের সুযোগ। কমিশনের সাইট বা অ্যাপ থেকে করা যাবে আপলোড।
ফের BLO-কে ম্যান মার্কিং? কালনায় তৃণমূল নেতার বাড়ির পাশে বসে ফর্ম বিলির অভিযোগ। বিলি নয়, ফর্ম গোছাচ্ছিলাম। সাফাই BLO-র। সাহায্য করার দাবি শাসক নেতার।
ICDS-কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি। দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের BLO-র বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার বুথ লেভেল অফিসারের।
তৃণমূলের BLA-র বাড়িতে বসে ফর্ম বাছাই BLO-র। নলহাটির ভিডিও ভাইরাল। আমাদের BLA-কে ডাকাই হয়নি, অভিযোগ বিজেপির। বৈদ্যবাটিতেও সিপিএমের BLA-র বাড়িতে ফর্ম বাছাইয়ের অভিযোগ।
এনুমারেশন পর্বে দিকে দিকে বিতর্কে BLO-রা। অভিযোগ পেলে শো কজ। প্রয়োজনে সাসপেন্ড করতে জেলাশাসকদের নির্দেশ কমিশনের।
তৃণমূলের কর্মীই বিজেপির BLA? জগদ্দলে তোলপাড়। আগে বিজেপি করতেন, এখন তৃণমূলে। কীভাবে বিজেপি মনোনীত করল, জানি না, দাবি BLA-র। তৃণমূল-বিজেপি চাপানউতোর।
SIR আবহে ফের জোড়া ভোটার কার্ড-বিতর্ক। কদম্বগাছির মকিদ মোল্লা, দমদমের গোরাচাঁদ বিশ্বাস। একই ব্যক্তির দুই নামে দুই জায়গায় জোড়া এপিক। কৃষ্ণনগরেও একই ব্যক্তির দুটি ভোটার কার্ড।
জনগণমন নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়। কবিগুরুকে অপমানের অভিযোগে সরব তৃণমূল। জোড়াসাঁকোতে শ্রদ্ধাজ্ঞাপন। ওরা ইতিহাসই জানে না, পাল্টা শুভেন্দু।
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার দুই। ধৃত বিডিও-র কলকাতার গাড়ির চালক। উত্তরবঙ্গে গ্রেফতার ঠিকাদার। দু-জনই অপহরণ-খুনে সরাসরি যুক্ত। দাবি পুলিশ সূত্রে।
ছাব্বিশের আগেই তৃণমূল ছেড়ে নতুন দল গড়ছেন হুমায়ুন।
ভোটের মুখে বিদ্রোহী হুমায়ুন। আর পিছিয়ে আসার জায়গায় নেই। ২২ ডিসেম্বর বহরমপুরে ৫০ হাজার লোক নিয়ে সভা। সেখানেই পদাধিকারীদের নাম ঘোষণা, জানালেন হুমায়ুন। গুরুত্বে নারাজ তৃণমূল।
অভিষেকের বার্তার মধ্যেই বিভিন্ন পুরসভায় রদবদল তৃণমূলের। বারাসাত থেকে তমলুক, মেদিনীপুর, দুর্গাপুর, আলিপুরদুয়ার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রশাসকমণ্ডলীর সদস্য বদল।
বারাসাতের পুরপ্রধান বদল নিয়ে প্রকাশ্যে শাসক কোন্দল। ব্য়ক্তিগত কারণেই পদত্য়াগ। দাবি কাকলির। সাংসদের নির্দেশেই ইস্তফা। পাল্টা দাবি বিদায়ী পুর চেয়ারম্যানের।
তমলুক পুরসভায় রদবদল ঘিরে তৃণমূলের অন্দরেই ক্ষোভ। এত বছর দল করে এই প্রাপ্তি! অভিমানী বিদায়ী চেয়ারম্যান। নতুন চেয়ারম্যানকে মানতে নারাজ তৃণমূল কাউন্সিলরদের একাংশ।
৭দিনের মধ্যে ইস্তফা না দিলে বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ? গোপাল শেঠকে ডেডলাইন জেলা তৃণমূল সভাপতির।
SSC-র রেজাল্ট আউট। আশঙ্কায় যোগ্য চাকরিহারারাও।
শুধু অযোগ্যই নয়, যোগ্যদের থেকেও ভয় দেখিয়ে টাকা আদায় জীবনকৃষ্ণ অ্যান্ড কোম্পানির। যোগ্যদের কাছ থেকে সাড়ে ১৬ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল বিধায়ক। দাবি ইডির।
পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১ কোটি ১০ লক্ষ টাকা।বাজেয়াপ্ত ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। বিবৃতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
শেষ অবধি কি ভাঙা হবে আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিংহ-র অবৈধ অট্টালিকা? নোটিস জারি কামারহাটি পুরসভার। ৭ দিনের মধ্যে বাড়ি খালির নির্দেশ।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সম্পাদককে মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের।
মুর্শিদাবাদের বেলডাঙায় দু-জায়গায় উদ্ধার বিপুল পরিমাণ সকেট বোমা। কাপাসডাঙায় ৬টি ব্যাগ, মির্জাপুরে ২টি জার ভর্তি বোমা উদ্ধার। কেন এত বোমা মজুত? তদন্তে পুলিশ।
WB News Live: এবার SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
এবার SIR-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। '২০২৪-২৫ এর ভোটার লিস্টে নাম থাকলেও কেন এনুমারেশন ফর্ম ফিলআপ?' 'কেন এনুমারেশন ফর্ম ফিলআপ না করলে ভোটার লিস্টে নাম থাকবে না?' SIR-এর পদ্ধতি নিয়ে ফের প্রশ্ন তৃণমূল সাংসদের।
West Bengal News Live: তারকেশ্বরে ৪ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন', গ্রেফতার দাদু
তারকেশ্বরে ৪ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন', গ্রেফতার দাদু। প্রতিবাদে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ও থানায় বিক্ষোভে বিজেপি। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিশুকন্যার দাদু। তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় একটি পরিবার শুয়েছিল, খবর পুলিশ সূত্রে। ভোরবেলা ঘুমন্ত অবস্থায় শিশুকন্যাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত, অভিযোগ পরিবারের। দুপুরের পরে নর্দমার পাশে আহত অবস্থায় উদ্ধার শিশু। প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুকে। যৌন নির্যাতনের অভিযোগ পরিবারের, তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের।






















