West Bengal LIVE Updates : বুধে বাড়বে চিন্তা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস দেখুন...

Background
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হরিহরপাড়ার নাজিরপুর। চলল বোমা-গুলি। জখম এক। গ্রেফতার ৪। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের গন্ডগোল। খবর পুলিশ সূত্রে।গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হরিহরপাড়া
ইডির নজরে এবার দিল্লির ৩ ব্য়বসায়ী। সিম কার্ডের মাধ্য়মে ডিজিটাল প্রতারণা চক্রের মামলায় নতুন তথ্য়। ৩ ব্য়বসায়ীকে কলকাতায় তলব।স্ক্যানারে দুবাইয়ের একাধিক হোটেল, সম্পত্তি। স্ক্যানারে দিল্লির ৩ ব্য়বসায়ী
কলকাতার হাসপাতালে লালপুত্রের সন্তানের জন্ম। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেজস্বীর ছেলেকে দেখতে মুখ্যমন্ত্রী। ফের বেহাল রাস্তার বলি। নারায়ণগড়ের পর এবার কুলটি। রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যু। রাস্তায় কোনও আলোর ব্যবস্থা নেই, অভিযোগ গ্রামবাসীদের। ফের বেহাল রাস্তার বলি।
চম্পাহাটি থেকে ভোজেরহাট রোডের রাস্তার অবস্থা বেহাল। সোনারপুরের প্রতাপনগরে রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ স্থানীয়দের। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। রাস্তা সারাইয়ের দাবি
ঠিকাদারের গাফিলতিতে ভগ্নদশা তপনের সেতু। বৃষ্টিতে ভেঙে পড়ে সেতু সংযোগকারী রাস্তা। বিচ্ছিন্ন তপন ও বালুরঘাট ব্লকের যোগাযোগ ব্যবস্থা।
ঝুঁকি নিয়ে রাস্তা পার। এবার জয়পুরে করোনা আক্রান্তের মৃত্যু। ১ সপ্তাহে রাজ্যে ১৯জন করোনা আক্রান্ত। শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন ৯ মাসের শিশু। সবচেয়ে বেশি সংক্রমণ কেরলে। ৭দিন, আক্রান্ত ১৯
প্রাক বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি। কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর ও বকখালিতে মাইকে প্রচার।পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা। বুধবার ভারী বৃষ্টি
আবারও বলিউড তারকার বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা। সলমন খানের পর এবার আদিত্যরায় কপূরের বাড়িতে এক মহিলার অনুপ্রবেশ।
পরিচারিকার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের।আদিত্যর বাড়িতে সন্দেহভাজন
News LIVE Updates : ২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা
২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা। 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্টর শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠের। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল?
West Bengal LIVE Updates : ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিহরপাড়া থানা সংলগ্ন নাজিরপুর
২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিহরপাড়া থানা সংলগ্ন নাজিরপুর। স্থানীয় সূত্রে অভিযোগ, তৃণমূলের ২পক্ষের সংঘর্ষে বোমাবাজি এবং গুলি চলে। ঘটনায়, স্থানীয় বাসিন্দা, নাজিমুদ্দিন শেখ নামে এক গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন। তাঁর পরিবারের দাবি, নাজিমুদ্দিনকে পায়ে গুলি করা হয়েছে।






















