West Bengal News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে । আজ খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের
LIVE
Background
- ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আজ খেজুরি যাচ্ছেন কুণালরা।
- ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়েও রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু। ২০০জনকে প্রবেশে অনুমতি। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ফেরাল পুলিশ।
- রাজভবনের সামনে টানটান নাটক। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পরে ফিরতে হল শুভেন্দুদের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ।
- অনুমতি সত্ত্বেও কীভাবে রাজভবনে শুভেন্দুদের ঢুকতে বাধা? ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।
- লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের। জেতার জন্য যা করার তা করতে হবে বলে বিরোধীদের হুঁশিয়ারি।
- বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়। নবান্নে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্পে কিছুই বাধা হবে না বলে আশ্বাস।
WB News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার
ভোটে হারতেই দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন'। 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না'। 'রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা'। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার।
WB News Live : ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর
ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 'শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি'। 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল'। হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর। নিজেরই বিধানসভা তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিছিয়ে অরূপ।
WB News Live : ৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল
৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী।
মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় ঠাকুরনগরের মতুয়াবাড়িই ভরসা তৃণমূল কংগ্রেসের। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও লোকসভা নির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী, মুকুটমণিতেই ভরসা শাসকের। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।
WB News Live : মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল
মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে ফিরতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ৬টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা।
WB News Live : বিধানসভায় এলেন দিলীপ ঘোষ, ঢুকলেন না বিজেপির কোনও ঘরেই
বিধানসভায় এলেন দিলীপ ঘোষ। ঢুকলেন না বিজেপির কোনও ঘরেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অপেক্ষায় ছিলেন না দলের কোনও বিধায়কও। কিছু নথি নিয়ে খানিক্ষণের মধ্যেই বিধানসভা ছাড়েন সদ্য লোকসভা ভোটে পরাজিত দিলীপ ঘোষ।