West Bengal News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার
West Bengal News: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে । আজ খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের

Background
- ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আজ খেজুরি যাচ্ছেন কুণালরা।
- ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়েও রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু। ২০০জনকে প্রবেশে অনুমতি। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ফেরাল পুলিশ।
- রাজভবনের সামনে টানটান নাটক। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পরে ফিরতে হল শুভেন্দুদের। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ।
- অনুমতি সত্ত্বেও কীভাবে রাজভবনে শুভেন্দুদের ঢুকতে বাধা? ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব রাজ্যপালের। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।
- লোকসভা ভোটে জয়ের পর লক্ষ্য বিধানসভা। ৯টিতে ৯টিই জয়ে টার্গেট তৃণমূল সাংসদের। জেতার জন্য যা করার তা করতে হবে বলে বিরোধীদের হুঁশিয়ারি।
- বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়। নবান্নে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। শিল্পে কিছুই বাধা হবে না বলে আশ্বাস।
WB News Live : 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না', দিলীপকে নিশানা দিন্দার
ভোটে হারতেই দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন'। 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না'। 'রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা'। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার।
WB News Live : ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর
ভোটে জিতলেও দলের 'বিশ্বাসঘাতক'দের হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। 'শীর্ষ নেতৃত্বকে বলে বিশ্বাসঘাতকদের দল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি'। 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল'। হুঙ্কার বাঁকুড়ায় তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তীর। নিজেরই বিধানসভা তালডাংরার একাধিক পঞ্চায়েতে পিছিয়ে অরূপ।






















