West Bengal News LIVE Updates: এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল
West Bengal News LIVE Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেট...

Background
এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী, গোটা বহুতলটিই অবৈধভাবে নির্মাণের অভিয়োগ।
Barrackpore Shootout: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার
ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার। ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। গতকাল ভরদুপুরে মহম্মদ ইমদাদুল হক নামে বছর ২৭-এর যুবককে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ব্যারাকপুর কমিশনারেটের সদর দফতরের দূরত্ব মেরেকেটে ৫০০ মিটার। আশেপাশে রয়েছে কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পাচ্ছে কী করে?
Baguihati Flat: এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল
এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্ক। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডলের লিখিত অভিযোগ। বিধাননগর পুরনিগমে লিখিত অভিযোগ শাসক কাউন্সিলরের। পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো, অভিযোগ স্থানীয়দের। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আশঙ্কা স্থানীয় কাউন্সিলরের।






















