West Bengal News Live: উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে
উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা, ৩ দিন কম পানীয় জল সরবরাহ হবে।

Background
আবীর দত্ত, হিন্দোল দে ও কৌশিক গাঁতাইত, কলকাতা: ৮ জেলার বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এভাবে জল ছাড়া বড় অপরাধ বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যকে জানিয়েই জল ছাড়ার দাবি ডিভিসি-র।
‘ম্যান মেড বন্যা’র পর এবার, ‘বিগ ক্রাইম’, রাজ্যের আট জেলায় বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘যেভাবে জল ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত জল ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি এবং আগে হয়েছে কিনা আমি জানি না। ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি। সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড।’
পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ‘প্রতিটি বাঁধ বা ব্যারাজের জল ধারনের একটা সীমা থাকে। তার থেকে জল বেড়ে গেলে, সেই ব্যারাজকে জল ছাড়তে হয়। না হলে ব্যারেজ ভেঙে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।’
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির আরামবাগ-সহ আট জেলার বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকায় যান মুখ্যমন্ত্রী। এদিন বেলা ১২টায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির পুরশুড়া, খানাকুল, আরামবাগ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। মাঝে হুগলির আরামবাগে নেমে কালীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতি সম্পর্কে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট নেন।
এরপর প্লাবিত এলাকায় দাঁড়িয়েই ডিভিসি-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইতে হতে পারে। কারণ বছরে যদি চার বার করে জল আসে। সব টাকা জলে চলে যাচ্ছে। একবার সারছে, তারপর ভাঙছে। চাষ করছে ভেসে যাচ্ছে এটা কেন হবে?’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি ‘এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার। প্রি-মনসুন যে কাজ হয়, এবার সেই কাজ মাননীয়া মুখ্যমন্ত্রী করতে দেননি। কারণ, তাঁকে লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ করতে হবে। রাজ্যর যে বেহাল অবস্থা, বাঁধগুলির সে অবস্থা, অতিবর্ষণ হয়েছে দুর্বল বাঁধ ভেঙেছে। এর সঙ্গে ডিভিসি-র কোনও সম্পর্ক নেই।’
এদিকে, দামোদর ভ্যালি কর্পোরেশনের দাবি, জল ছাড়ার কথা তারা আগেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল। ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রাজ্যকে তথ্য পাঠানো হয়েছিল বলে দাবি করেছে ডিভিসি কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, জলাধার থেকে কত জল ছাড়া হবে তার সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। এতে কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা রয়েছেন। কখন কত জল ছাড়া হবে, এই কমিটিই সেই সিদ্ধান্ত নেয়।
West Bengal News Live Updates: উত্তর কলকাতা জুড়ে পানীয় দলের সমস্যা
গোটা উত্তর কলকাতা জুড়ে পুরসভার পানীয় জলে সমস্যা। ঘোলা জল বেরোচ্ছে পুরসভার কল থেকে। উল্টোডাঙা চত্বরে পুরসভার কলের জল না খেতে মাইকে প্রচার।
WB News Live Updates: বাঁকুড়ায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা
বাঁকুড়ার লালবাজার এলাকায় ভুয়ো নিয়োগপত্র ও ভুয়ো আই কার্ড দিয়ে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। পুলিশ আটক করল এক জনকে ।






















