West Bengal News Live: গার্ডেনরিচকাণ্ডে ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা
WB News Live Updates: এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের লাইভ আপডেট।

Background
বিরোধী মুখ্যমন্ত্রীরাই টার্গেট, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আক্রমণে মমতা।
বাংলা থেকে দিল্লি, ভোটের আগে দুর্নীতি তদন্তে তোলপাড়। কমিশনে বিরোধীরা। গৃহবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারও, দাবি আপের। কেউ আইনের ঊর্ধেব নয়, পাল্টা অনুরাগ।
ইন্ডিয়া জোটে থাকায় জেলে কেজরিওয়াল, না থাকায় তৃণমূলকে ছাড়! কটাক্ষ অধীরের। সেটিং-তত্ত্বে আক্রমণে সেলিম। বাম-কংগ্রেসই বিজেপির বি টিম, পাল্টা কুণাল।
নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডি র্যাডারে রাজ্যের আরও এক মন্ত্রী। চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ম্যারাথন তল্লাশি। মুরারই থেকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ।
কুন্তলের বাড়িতে উদ্ধার রেজিস্টারে মন্ত্রীর নামের পাশেই ছিল ১০০ জন প্রার্থীর তালিকা, তাপসের বয়ানে উঠে আসে চন্দ্রনাথ প্রসঙ্গ, খবর ইডি সূত্রে।
নিয়োগ দুর্নীতির অন্যতম মডিউল বীরভূমেও সক্রিয়? তদন্তে ইডি। রাজনৈতিক চক্রান্ত, আক্রমণ শান্তনুর। কোর্টের নির্দেশে তদন্ত, পাল্টা বিজেপি। মাথা ধরা পড়বে কবে? প্রশ্ন বাম-কংগ্রেসের।
চন্দ্রনাথ সিন্হার বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। কাছেই তৃণমূল কর্মীদের জমায়েত। লাঠি উঁচিয়ে তাড়া করে হঠাল কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা থেকে জেলা, রাজ্যে ফের অলআউট অ্যাকশনে ইডি। বিরাটি-লেকটাউনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, চেতলায় তৃণমূল নেতার বাড়িতেও হানা কেন্দ্রীয় এজেন্সির।
৩ দিন পার, বিদ্যুৎমন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর তল্লাশি। হাতে এসেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির হিসাব সংক্রান্ত কিছু অনিয়মের তথ্য, দাবি ইডি সূত্রে।
সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত সত্ত্বেও চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের নাম? তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা হাইকোর্টের। ১ এপ্রিলের মধ্যে জবাব তলব।
ইডির ওপর হামলাকাণ্ডে ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। শিবু-উত্তমদের গ্রেফতারির পরেও থামেনি সন্ত্রাস! অনুগামীদের দিয়ে হুমকির অভিযোগ। জেলিয়াখালিতে বিক্ষোভ।
ইলেক্টোরাল বন্ডে সর্বাধিক আয় বিজেপির। শুধু হায়দরাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংই দিয়েছে ৫৮৪ কোটি। যে সব সংস্থার বিরুদ্ধে তদন্তে এজেন্সি, টাকা দিয়েছে তারাও।
বন্ড প্রাপ্তিতে বিজেপির পরেই তৃণমূল। ১ হাজার ৬০৯ কোটি টাকার মধ্যে লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থাই দিয়েছে ৫৪২ কোটি! ডিএমকে-বিজেপিকেও টাকা।
নির্বাচনী চাঁদায় লক্ষ্মীলাভে বিজেপি-তৃণমূলের পরেই কংগ্রেস। তৃতীয় স্থানে থাকা হাত শিবিরের ঝুলিতে ১ হাজার ৪২১ কোটি টাকা।
বন্ডে তৃতীয় কংগ্রেস
আজ বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদে সম্ভাব্য সিপিএম প্রার্থী সেলিম। ডায়মন্ড হারবারে এখনও কাটেনি প্রার্থী-জট। বনগাঁ, বসিরহাট নিয়েও আলোচনা। মুর্শিদাবাদে লড়বেন সেলিম?
প্রথম দফার ভোটের জন্য রাজ্যে আসছেন ৩ জেনারেল অবজার্ভার ও ৩ পুলিশ পর্যবেক্ষক। পূর্ব মেদিনীপুর-ঝাড়গ্রাম-পূর্ব বর্ধমান-বীরভূমে ডিএম বদলে ৪ জনকে নিযুক্ত করল কমিশন।
কারও কাছে হাত পাততে হবে না, ৬ মাসে বাড়ির টাকার ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাটোয়ায় আশ্বাস অভিষেকের।
গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ে মৃত বেড়ে ১১। পাঁচদিন পর ধ্বংসসতূপ থেকে উদ্ধার আরও একজনের দেহ। ধৃত প্রোমোটারের সহযোগী ছিলেন শেরু, দাবি স্থানীয়দের একাংশের।
পুরুলিয়ার কাশীপুরে যুবকের রহস্যমৃত্যু। মুখে কাপড় গোঁজা অবস্থায় দেহ উদ্ধার। দলীয় নেতা খুন, দাবি বিজেপির। রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা, পাল্টা তৃণমূল। তদন্তে পুলিশ।
West Bengal News Live Updates: বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মিসভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি
পঞ্চায়েত ভোটে জেতার পর, বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা। ফলে বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। বাঁকুড়ার সারেঙ্গায় অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মিসভায় গিয়ে দলীয় নেতৃত্বের একাংশকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। মন্ত্রীর দাবি, নেতা হওয়ার জন্য অনেকেই ব্লক বা জেলা অফিসে পড়ে থাকছেন, অথচ এলাকায় যাচ্ছেন না। সেইসমস্ত নেতাদের এলাকায় গিয়ে জনসংযোগের পরামর্শ দেন মন্ত্রী। জ্যোৎস্না মাণ্ডির মন্তব্য নিয়ে বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। পায়ের তলায় মাটি হারিয়ে এই উপলদ্ধি, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
WB News Live Updates: গার্ডেনরিচ বিপর্যয়ে ১১ জনের মৃত্যুর পর ঘুম ভাঙল পুরসভার পাহাড়পুর রোডের হেলে পড়া বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার নোটিস, সেই নোটিস ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। একের পর এক হেলে পড়া বাড়ি নজরে এসেছে। এমনই একটি বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য এবার নোটিস পাঠাল পুরসভা। ২৮ মার্চ ওই অংশ ভেঙে ফেলা হবে বলে বাড়ির মালিককে জানানো হয়েছে। নোটিসে দেখা যাচ্ছে, পাহাড়পুর রোডের J474 নম্বর বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় ২০২৩-এর ৭ জুলাই। অথচ বাড়ির মালিক নোটিস হাতে পেয়েছেন চারদিন আগে, ১৯ মার্চ। প্রশ্ন উঠছে, অর্ডার থাকা সত্ত্বেও বিপজ্জনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে এত সময় লাগল কেন? বহুতল-বিপর্যয়ে ১১ জনের প্রাণহানির কারণেই কি এই তৎপরতা? বাড়ির মালিক জানিয়েছেন, হেলে পড়া বাড়ি লিফটিং করাতে চেয়ে পুরসভাকে চিঠি দেন। কিন্তু পাশের বাড়ির মালিকের সম্মতি না মেলায়, সেই কাজ সম্ভব হয়নি।






















