West Bengal News Live Updates: কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ জ্য়োতিপ্রিয়র?
West Bengal News and Live Updates : জেলা থেকে শহর, রাজ্যের নানা কোণে কী ঘটে চলেছে? লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এখানে...
LIVE
Background
এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের (Mahua Moitra) পদোন্নতি। লোকসভা ভোটের আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে।
কাকভোরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে (Joynagar Incident) জোড়া খুন। তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি। পাল্টা ১ দুষ্কৃতীকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার আরেক দুষ্কৃতী।
জোড়া খুন ঘিরে অগ্নিগর্ভ জয়নগর। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় সিপিএম কর্মীদের বাড়িতে আগুন। একাধিক বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। পুলিশের সামনেই হামলার অভিযোগ।
বগটুইয়ের (Bogtui) ছায়া জয়গনরে। তৃণমূল নেতা খুনের পরই দুষ্কৃতীদের বাঁচাতে গ্রাম ঘিরে একের পর বাড়িতে আগুন। দাবি সুজনের। জনরোষের যুক্তি তৃণমূলের।
জয়নগরে তৃণমূল (TMC) নেতাকে গুলি করে খুন। হামলা চালিয়েছে সিপিএম ও বিজেপি শাসিত দুষ্কৃতীরা, অভিযোগ শাসক দলের। বখরার লড়াই, মিথ্যে দোষারোপ, পাল্টা বিরোধীরা।
আয়কর দফতরের (IT Raid) ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়ে বাকিবুরের থেকে ঋণ নেওয়া ৯ কোটি টাকা সাদা করেছিলেন জ্যোতিপ্রিয়। অনুমান ইডির। তথ্য চাওয়া হচ্ছে আয়কর দফতরে, খবর সূত্রের।
জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) এখন পার্থর পড়শি। প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে পাশাপাশি সেলে তৃণমূলের দুই হেভিওয়েট। সুস্থ আছেন মন্ত্রী, আছেন জেলের ডাক্তারের তত্ত্বাবধানে, জানালেন জেল সুপার।
কালীপুজোকে (Kali Puja 2023) কেন্দ্র করে দুর্গাপুরের বেনাচিতিতে উত্তেজনা। দুই ক্লাবের বিবাদে ধুন্ধুমার। ইটবৃষ্টি, বাঁশ-লাঠি দিয়ে হামলা। গাড়ি ভাঙচুর, জখম পুলিশ কর্মী।
নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল। কালীপুজোর রাতে শব্দদানবের তাণ্ডব। রাতভর তল্লাশি চালিয়ে ৪১৪ কেজি বাজি বাজেয়াপ্ত। গ্রেফতার ৪৪৪। উঞ্ছৃখল আচরণের জন্য পাকড়াও আরও ১৭১।
কালীপুজোর রাতে গোপালনগরে পুলিশের গাড়ির ধাক্কায় ৩ যুবকের মৃত্যু। মত্ত ছিলেন তিনজনই, দাবি পুলিশের। সিবিআই দাবি বিজেপির। উলুবেড়িয়াতেও গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ২ বাইক আরোহীর।
সাতসকালে শহরে দুর্ঘটনা। বেলগাছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ব্যবসায়ীর। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের। লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ।
WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা
জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা
জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
WB News Live: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে খুনের ঘটনা
জয়নগরে ফের গুলি করে খুন তৃণমূল নেতাকে। জয়নগর থেকে ক্যানিং, বিষণুপুর থেকে বাসন্তী। সাম্প্রতিককালে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় ঘটেছে এমনই একের পর এক ঘটনা। শাসকদলের দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
West Bengal Live News: কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ জ্য়োতিপ্রিয়র?
বাকিবুর রহমানের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া কালো টাকা সাদা করার জন্য আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমের সুযোগ নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার আয়কর দফতরের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।
WB News Live: নিউ মার্কেটের পর রায়গঞ্জ, ফের চাঁদার 'জুলুম'
নিউ মার্কেটের পর রায়গঞ্জ, ফের চাঁদার 'জুলুম'। ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় পুলিশ কর্মীকে বেধড়ক মার। হাসপাতালে ভর্তি আক্রান্ত পুলিশ কর্মী।