West Bengal News Live: ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ মুর্শিদাবাদে, ৮ জন আহত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ফের অশান্ত দিনহাটা (Dinhata)। বোমা-গুলি। ৩বিজেপি কর্মী-সহ আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে নির্দল প্রার্থী-সহ ২জন আক্রান্ত।
কাল পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী।
ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।
সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।
২৯দিনে রাজ্যে প্রাণ গেল ১৭জনের! কুলপিতে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।
ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের বাউন্সার।
কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি।
রাজধর্ম নিয়ে কমিশনকে রাজ্যপালের কড়া বার্তা। পাল্টা জবাব অভিষেকের।
দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।
সংঘাত এবার সমমুখসমরে। নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু-কুণাল। চোর চোর স্লোগানের পাল্টা প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি।
ভোট লুঠ আটকাতে বিরোধী এজেন্টদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর। প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতে অশুভ জোটের চক্রান্ত, পাল্টা অভিষেক।
১১। কপ্টার বিভ্রাটে চোট। হাঁটু থেকে ফ্লুইড বের করার পরে এসএসকেএম থেকে ফিরলেন মমতা। বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।
West Bengal News Live: ভোটের আগের রাতেই ফের খুন!
ভোটের আগের রাতেই ফের খুন! বেলডাঙায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, মৃত্যু শাসক দলের কর্মীর। মৃত্যু তৃণমূল কর্মী বাবর আলির। এলাকায় উত্তেজনা, পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ৩০দিনে ১৯ জনের মৃত্যু।
WB News Live Updates: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ
ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ। দিনহাটার কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম ৪ বিজেপি কর্মী। গুলিবিদ্ধ ৩জন, মাথা ফাটল ১ বিজেপি কর্মীর।
West Bengal News Live: লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগের দিনও দিকে দিকে সন্ত্রাস। শেষলগ্নে উড়িয়ে আনা হল বাকি কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা। লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হল ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
WB News Live Updates: রাত পোহালেই ভোট, এখনও আসেনি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
ভোটের বাকি আর ঠিক ৯ ঘণ্টা, কিন্তু এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী! রাত পোহালেই ভোট, এখনও আসেনি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
West Bengal News Live: ভোটের আগে এলাকা দখল ঘিরে রণক্ষেত্র কেশপুর
ভোটের আগে এলাকা দখল ঘিরে রণক্ষেত্র কেশপুর। কেশপুরের বাঘরুইয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ৮ জন আহত।