West Bengal News Live: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে চলছে প্রতিমা নিরঞ্জন
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডের পর শিয়ালদহ আদালতে আজ থেকে শুরু মামলার বিচার প্রক্রিয়া। প্রথম সাক্ষ্য নির্য়াতিতার বাবার।
কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেন্সর করা হোক শুভেন্দুকে, কমিশনে অভিযোগ তৃণমূলের। বিভেদের রাজনীতি করছে ওরাই, পাল্টা শমীক।
উপ নির্বাচনের আগে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের। বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্বচ্ছ নির্বাচন হলে ৬টি কেন্দ্রেই হারবে শাসক দল, পাল্টা বিজেপি।
এবার বনগাঁয় চলল গুলি। গুলিবিদ্ধ ১ ব্যবসায়ী। জখম ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। অতীতে ব্যবসায়ীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ। এলাকা দখলের লড়াই, দাবি পুলিশের।
ফের দুষ্কৃতী দৌরাত্ম্য বেলঘরিয়ায়। ছিনতাইয়ে বাধা পাওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। খড়দার পথে উধাও দুষ্কৃতীরা। ব্যস্ত বাজারে গুলি চালনার অভিযোগ ঘিরে আতঙ্ক।
১২ ঘণ্টা পেরোলেও 'গুলি'কাণ্ডে ধরা পড়েনি কেউ। ঘটনার সঙ্গে জড়িত সবে জেল থেকে বেরনো দাগী দুষ্কৃতী, দাবি পুলিশের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ! মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, দাবি গ্রামবাসীদের। গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। চরম শাস্তির দাবি মৃতের পরিবারের।
সোশাল মিডিয়ায় রীতিমতো পেজ খুলে রমরমিয়ে শিশুপাচার। আবেদনকারীদের সঙ্গে টাকার ডিল হত হোয়াটস্যআপে। হাওড়ায় আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য।
WB News Live Updates: ডিওয়াই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না
ডিওয়াই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। হাজির প্রধানমন্ত্রী।
West Bengal News Live: পুজো শেষ, বিষাদের মধ্যে এবার বিদায় জানানোর পালা
পুজো শেষ, বিষাদের মধ্যে এবার বিদায় জানানোর পালা। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শুরু চন্দননগরে। বাগবাজারে সিঁদুরখেলা।
WB News Live Updates: কার্যত নিঃশব্দে রাজ্য সাধারণ সম্পাদক পদে প্রত্যাবর্তন হল কুণাল ঘোষের
কার্যত নিঃশব্দে রাজ্য সাধারণ সম্পাদক পদে প্রত্যাবর্তন হল কুণাল ঘোষের। লোকসভা ভোটের মধ্য়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাওয়ার পর, কুণাল ঘোষকে রাজ্য় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। যদিও তখন কুণাল ঘোষ দাবি করেন, পদগুলো তিনি আগে ছেড়ে দিয়েছিলেন। এবার কার্যত নিঃশব্দে সেই পদে প্রত্য়াবর্তন হল তাঁর। সোমবার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে কুণাল ঘোষের নামের নীচে লেখা সাধারণ সম্পাদক।
West Bengal News Live: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে চলছে প্রতিমা নিরঞ্জন
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী
সিঁদুরখেলায় মেতে উঠেছে চন্দননগর
চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
WB News Live Updates: CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে
CID নোটিসে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে