West Bengal News Live Updates:রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, তাঁর দফতরে হানা দিল ইডি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: আলিপুরদুয়ার (Alipurduar) সমবায় দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে (Highcourt) কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য়ের মুখ্য় সচিবকে। কিন্তু কবে শুরু হবে দুর্নীতির (Scam) তদন্ত? কবে আমানতটুকু ফেরত পাওয়া যাবে? প্রশ্ন প্রতারিতদের। পাশাপাশি, এই মামলায় রাজ্য় সরকারের (West Bengal Govt) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ। বোমাবাজি, বাড়ি ভাঙচুরে অগ্নিগর্ভ হয়ে উঠল মন্দিরবাজার। জখম বেশ কয়েকজন।তুঙ্গে রাজনৈতিক তরজা।
দিল্লিতে আগামিকাল বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক! তার আগে ডেরেক ওব্রায়েনের সাসপেনশন তোলার আবেদন জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ডেরেক ন্যায়সঙ্গত প্রশ্নই তুলেছিলেন বলেও দাবি করেছেন তিনি। তাহলে কি ৩ রাজ্যে হারার পরে তৃণমূলের আরও কাছে আসতে চাইছে কংগ্রেস? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সোনারপুরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার ব্যক্তিগত বিরোধ এখন সপ্তমে। বিয়ের প্রস্তাবে রাজি হননি বলে, দলেরই এক নেতা হুমকি দিচ্ছেন। এমনকী, বাড়িতে পর্যন্ত চড়াও হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। অভিযুক্ত তৃণমূল নেতা প্রতীক দে-ও পাপিয়ার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। জল গড়িয়েছে থানা অবধি।
'INDIA'-র বৈঠকের আগের দিনই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিরোধী জোটের মুখ করার দাবি তুলল তৃণমূল। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূল এই দাবি জানালেও, বাকিরা কি চুপচাপ তা মেনে নেবে? কারণ, ইন্ডিয়া জোটে একদিকে যেমন নীতীশ কুমারের মতো ১৭ বছরের মুখ্য়মন্ত্রী রয়েছেন, তেমন রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও। যাঁর দল এখন দুটি রাজ্য়ে ক্ষমতায়।
উত্তর দিনাজপুরে বসে দেশের গোপন তথ্য় বিদেশে পাচার? এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ATS. ধৃতকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
WB News LIVE Updates: লঞ্চ মেরামতির জন্য় আগামী রবিবার পর্যন্ত বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা
লঞ্চ মেরামতির জন্য় আগামী রবিবার পর্যন্ত বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাঁদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে আচমকা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। লঞ্চ মেরামত হয়ে গেলে দ্রুত পরিষেবা শুরুর আশ্বাস দিয়েছেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি কর্তৃপক্ষ।
West Bengal LIVE News Updates: আনন্দপুরে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে
আনন্দপুরে জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম আলম হুসেন, এই ঘটনায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন আলমের স্ত্রী, এ নিয়ে ২ জনের মধ্যে টানাপোড়েন চলছিল। মৃতের পরিবারের দাবি, শনিবার সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে এসেছিলেন আলম। অভিযোগ, তাঁকে মদ খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে মারা হয়। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ।
WB News LIVE Updates: ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট
দিলীপ ঘোষের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট, ২৪ ডিসেম্বরই হচ্ছে টেট
West Bengal LIVE News Updates: রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার স্টল বুকিংয়ে দুর্নীতির অভিযোগ
GST নম্বর না দিয়েও, ১৮ শতাংশ টাকা নেওয়া হচ্ছে। রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার স্টল বুকিংয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের একাংশ। GST নম্বর না দেওয়ার কথা মেনে নিলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি।
WB News LIVE Updates: ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘক্ষণ লিফটে আটকে রুগীর পরিবারের লোকজন
ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে দীর্ঘক্ষণ লিফটে আটকে রুগীর পরিবারের লোকজন।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে হটাৎ লিফট বন্ধ হয়ে যায়।লিফটের মধ্যে দীর্ঘক্ষণ আটকে পড়ে রুগীর পরিবারের সদস্যরা।ঘন্টা খানেকের বেশি সময় ধরে লিফটের মধ্যে আটকে পড়ে রুগীর পরিবারের সদস্যরা।যদিও এই বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বিশ্বনাথ সরদার জানান হটাৎ ইলেক্ট্রিকের সমস্যার জন্য লিফটের সমস্যা হয়।খবর পেয়ে রুগীর পরিবারের লোকজনকে উদ্ধার করা হয়েছে। সমস্যার কথা কথা ইলেকট্রিক ডিপার্টমেন্ট কে বলা হয়েছে।