(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live: বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল-তমোঘ্ন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
ভেড়ির আড়ালে ১১ বছরে অ্যাকাউন্টে ১৩৭ কোটি! শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক ইডি (Enforcement Directorate)। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ।
শুধু ভেড়ি দখল নয়, মাদক পাচারেও শাহজাহান-যোগের অভিযোগ বিজেপির (BJP)। সুর চড়িয়ে অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। সব জানলে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, পাল্টা তৃণমূল (TMC)।
ভেড়ি জবরদখল থেকে মাদক-মানব পাচারেও শাহজাহানকে আক্রমণে বিজেপি। 'বোঝাই যাচ্ছে কারা করাচ্ছে', পাল্টা কুণাল।
বিজেপি নেতার উপরে হামলা। প্রতিবাদে ক্যানিংয়ে গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা সওকত।
২ দিন পার। পাশে দাঁড়ানোর প্রতিযোগিতার মধ্যেই ত্রাণের জন্য এখনও জলপাইগুড়িতে (Jalpaiguri) হাহাকার!
নেই জল, নেই খাবার, নেই বিদ্যুৎ। এখনও ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। কী লাভ হল মুখ্যমন্ত্রী এসে? কারও সর্বনাশ, তৃণমূলের পৌষমাস, কটাক্ষ বিজেপির।
উত্তরবঙ্গে দুর্যোগ। আবাসে কেন্দ্রীয় বঞ্চনাকেই দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী। ত্রাণ নিয়ে আমরা-ওরার অভিযোগ খারিজ।
ভোটের বাকি আর ১৭দিন। ডায়মন্ড হারবার-আসানসোলে বিজেপি প্রার্থী কে?
প্রার্থী অসন্তোষে, ভগবানগোলায় বিজেপি প্রার্থীর গাড়িতেই হামলা? ভাঙল জানালার কাচ। নেপথ্যে তৃণমূল, দাবি প্রার্থীর। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি শাসকদলের।
মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী। এবার প্রকাশ্যেই অভিমান দিলীপের।
বিধানসভা ভোটের পরে এবার লোকসভা। ফের অপসারিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের আইপিএস-স্বামী। সরানো হল ডিসি সাউথ-ওয়েস্ট থেকে।
ভোটে বাংলায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক। রাজ্যের জেনারেল অবর্জাভার হলেন প্রাক্তন আইএএস অলোক সিন্হা। পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।
ফেমার পর এবার পিএমএলও। ঘুষের বিনিময়ে প্রশ্ন-বিতর্কে মহুয়ার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নতুন মামলা ইডির।
খাদ্য় দফতরের সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ।
গার্ডেনরিচে মৃত্যু বেড়ে ১৩। এসএসকেএমে আরও এক আহতের মৃত্যু। বউবাজারে পুরনো বাড়ির ভাঙার সময় বিপত্তি। আশপাশের বাড়িতে ফাটল।
কুলটির চিনাকুড়িতে ইসিএলের খনিতে দুর্ঘটনা। ছিটকে ২ হাজার ২০০ ফুট নীচে পড়ে ২জনের মৃত্যু। কাজ করার সময় মাথায় পড়ল যন্ত্রাংশ। ২জন আহত।
মাঝ চৈত্রেই গরমে হাঁসফাঁস। হাওড়ায় পানীয় জলের সঙ্কট। মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। আগামী ৩দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা।
West Bengal News Live:বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ হাইকোর্টের
বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ হাইকোর্টের। 'বিতর্কিত আবাসনের ২ প্রোমোটার বিধাননগর এলাকায় কোনও নির্মাণ করতে পারবেন না', অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা।
WB News Live Updates: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর ইঞ্জিনিয়ারকে ধমক, দুঃখপ্রকাশ করলেন মেয়র
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক, সপ্তাহ দুয়েক পর দুঃখপ্রকাশ করলেন মেয়র। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিল্ডিং বিভাগের বৈঠকে ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিয়েছিলেন মেয়র। সূত্রের খবর, ফিরহাদ হাকিম তাঁকে বলেন, হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? এই ঘটনার পর, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বারবার আড়াল করতে পুর আধিকারিকদের দোষারোপ করেন মেয়র। এর সপ্তাহ দুয়েক পর আজ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
West Bengal News Live: ওয়াটগঞ্জে খুনে মৃতদেহ সনাক্ত করল পুলিশ
বুধবার ওয়াটগঞ্জে উদ্ধার খণ্ডবিখণ্ড মৃতদেহ সনাক্ত করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, নিহত ওই তরুণীর নাম দুর্গা সরখেল। ৩ দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। মুখের অংশ দেখে শেষ অবধি সনাক্ত করা হয় তরুণীকে। দেহ উদ্ধারের পরেই ময়নাতদন্তে পাঠিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। উল্লেখ করা হয়েছে যে, 'দেহ উদ্ধারের ১৮-২০ ঘণ্টা আগে তরুণীকে খুন। খুন নিশ্চিত করার পর কাটা হয় হাত।' তবে সম্পর্কের টানাপোড়েন, না কি অন্য কোনও কারণে খুন? তা এখনও জানা যায়নি। পলাতক তরুণীর স্বামীর খোঁজে পুলিশ।
WB News Live Updates: বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল-তমোঘ্ন
উত্তর কলকাতার ভোট-যুদ্ধে কে কার 'বিভীষণ'? বিভীষণের ভূমিকায় কে? সম্মুখসমরে কুণাল-তমোঘ্ন। 'তৃণমূল প্রার্থীকে সাহায্য করছেন খোদ বিজেপির উত্তর কলকাতা সভাপতি। তৃণমূলকর্মীদের দেওয়াল ছাড়ছেন বলেও খবর পাচ্ছি', বিজেপির তমোঘ্ন ঘোষ নিয়ে বিস্ফোরক তৃণমূলের কুণাল ঘোষ।
West Bengal News Live: ভোটে বাংলায় কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক
ভোটে বাংলায় কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক। কলকাতায় এলেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক, প্রাক্তন আইএএস অলোক সিন্হা কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। ভোটে আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।