West Bengal News Live Updates : বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন, মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু রাজ্যে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal) আজও হালকা-মাঝারি বৃষ্টি (Rain) চলবে। উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), নদিয়া (Naida), মুর্শিদাবাদ (Murshidabad) ও বীরভূমে (Birbhum) বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষে।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
পঞ্চায়েতের ভোটের আর ৮দিন বাকি। এবার শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর পর ডবল ব্যালটের অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সুকান্ত মজুমদার। পুরুলিয়ায় জেলা প্রশাসনকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করার নিয়ম থাকলেও, থানার আইসি-দের কাছে নিয়ম বহির্ভূতভাবে টেমপ্লেট রেখে দেওয়া হচ্ছে।
পঞ্চায়েত ভোটের আর বাকি ৮ দিন। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ায় গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিল বিজেপি। দলের টিকিট না পেয়ে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির বারাসাত সাংগাঠনিক জেলা কমিটির ২ সদস্য। এছাড়াও কুমড়া পঞ্চায়েতে একাধিক বিকষুব্ধ বিজেপি কর্মী নির্দল প্রার্থী হয়েছেন।
পঞায়েত ভোটের আগে অব্যাহত অশান্তি। হুগলির তারকেশ্বরে বিজেপির নির্বাচনী ফ্লেক্স খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালিগোড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জঙ্গলের মধ্যেই তাদের ফ্লেক্স পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। হেরে যাবার ভয়ে তৃণমূলের দুষকৃতীরা ব্যানার খুলে ফেলে দিয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক বিমান ঘোষের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়ে থাকতে পারে, পাল্টা দাবি করেছে তৃণমূল।
আট দিন পরে পঞ্চায়েত ভোট। কিন্তু হিংসার বিরাম নেই। এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কাল রাতে বাড়ি ফিরছিলেন বিজেপির বুথ সভাপতি দেবাশিস হালদার। অভিযোগ, সেইসময় তৃণমূল কর্মী তাঁকে বেধড়ক মারধর করে। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।আহত বিজেপি নেতাকে রায়দিঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
WB News LIVE Updates : ফের অশান্ত ভাঙড়, তৃণমূলকর্মীকে ধারাল অস্ত্রের কোপ
ফের অশান্ত ভাঙড়, তৃণমূলকর্মীকে ধারাল অস্ত্রের কোপ। ভাঙড়ের দঃ বামুনিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী । আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের । এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের ।
WB News LIVE : বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন, মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু রাজ্যে
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন । বাসন্তীর ফুলমালঞ্চয় গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথায় গুলি। পঞ্চায়েত ভোটের ১ সপ্তাহ আগে ফের খুন! মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩জনের মৃত্যু। বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু।
WB News LIVE Updates : পশ্চিম মেদিনীপুরের বেলদা ১ গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির নির্দল কাঁটা
পশ্চিম মেদিনীপুরের বেলদা ১ গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির নির্দল কাঁটা। প্রকাশ্য়ে টিকিট কোন্দল। ১০৬ নম্বর বুথে বিজেপিরকে টক্কর দিতে, গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ছবি দিয়ে নৌকা চিহ্নে প্রচারে নেমেছেন নির্দল প্রার্থী সঞজুলা রানী দাস। নির্দল প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্য়েই রাজ্য নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করেছেন এই বুথে বিজেপি প্রার্থী।
WB News LIVE : কলকাতায় শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ
কলকাতায় শিশুদের মধ্যে ফের বাড়ছে অ্য়াডিনো ভাইরাসের সংক্রমণ। বিভিন্ন হাসপাতালের আউটডোরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আসা অধিকাংশ শিশুর শরীরে মিলছে অ্য়াডিনো ভাইরাস। বর্ষায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
WB News LIVE Updates : ভোটের আগে জারি লাগামহীন সন্ত্রাস, জয়নগরে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ, হাসপাতালে ৩ জন
ভোটের আগে লাগামহীন সন্ত্রাস, এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ভোট প্রচারে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি আহত ৩ সিপিএম কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার শাসক দলের ।