West Bengal News Live: রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন
Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
ভক্তদের কৃপা করতে ভগবানের রথে আরোহন। আজ জগন্নাথের রথযাত্রা (Rath Yatra)। পুরী থেকে মাহেশ, কলকাতার ইস্কন। তুঙ্গে প্রস্তুতি।
বেলা যত গড়াবে, ততই এখানে মহারাষ্ট্র (Maharashtra) হবে। কেউ বাইরে থাকবে না, কেশিয়াড়ির সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)
শুভেন্দুর পর সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের (Sudipta Sen) মুখে মুকুল, অধীর। সুদীপ্তর দাবি, 'মুকুল রায়ের নাম দিয়েছি, অধীরের নাম দিয়েছি, দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম।'
অধীরের দাবি, দিদি কলঙ্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে জানা নেই, প্রতিক্রিয়া মুকুল রায়ের।
মা সারদা নিয়ে তৃণমূল বিধায়ক নির্মল-বাণী। ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশন।
রবীন্দ্রভারতীর উপাচার্য বদলেও সংঘাত। নতুন উপাচার্য নিয়োগে অনুমোদন রাজ্যপালের। আচার্য বিল পাস, তাও কীভাবে সম্মতি? প্রশ্ন রাজ্যের।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দেড় হাজার পার! শীর্ষে কলকাতা। সামাজিক দূরত্ব-সহ একাধিক বিষয়ে ফের গাইডলাইন রাজ্যের।
বিক্রি থেকে ব্যবহার। আজ থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। প্রথমে প্রচার, তারপরে পদক্ষেপ, জানালেন মেয়র।
West Bengal Live News: অসুস্থ লাভলী মৈত্র
দলীয় কর্মসূচিতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র।
WB Live News: রথের মেলায় দুর্ঘটনা
রথের মেলায় ভেঙে পড়লো নাগরদোলা। আহত ৪। মেমারির রসুলপুরের ঘটনা।
West Bengal Live News: রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন
রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ৭ জন। পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত ৩ জন মহিলা। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় এসে মৃত ২ পর্যটক। শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।
WB Live News: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত ১৭৩৯ জন। পজিটিভিটি হার ১৪ দশমিক ৭২ শতাংশ।
West Bengal Live News: টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ
টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ