West Bengal News Live : অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের, বিবৃতি রাজ্য সরকারের
West Bengal News : এক নজরে আজকের শিরোনাম ।
LIVE
Background
আজকের শিরোনাম ( Headlines )
১। অ্যাডিনো ( Adenovirus ) আক্রান্ত হয়ে বিসি রায় হাসপাতালে এবার অশোকনগরের শিশুর মৃত্যু ( Child Death )। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ।
২। বাড়ছে অ্য়াডিনো-আতঙ্ক। আইসিইউয়ের ( ICU ) জন্য হাহাকার। একই বেডে ভর্তি একাধিক।
৩। শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার ক্লিনিক। সুপারের অনুমতি ছাড়া রেফার নয়, অ্যাডভাইসরি স্বাস্থ্য দফতরের। ৫ হাসপাতালে শিশু চিকিৎসার হাব।
৪। তীব্র সমালোচনার মুখেও রাজ্যপাল নিয়ে আরও আক্রমণে মদন।
৫। লাগাতার মদনের নিশানায় রাজ্যপাল। ভিন্নসুর ব্রাত্যর। বললেন, ' আশা করি অতীতের পুনরাবৃত্তি হবে না। হিংসা মানে তো সাম্প্রদায়িক হিংসার কথাও হতে পারে '
৬। রাজভবনের শর্তেই রাজ্যে উপাচার্য নিয়োগ। ৬ উপাচার্যের ইস্তফার পর ৩ মাসের মেয়াদবৃদ্ধি। সার্চ কমিটিতে ফিরছে ইউজিসির প্রতিনিধি, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
৭। প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরেও কেন কার্যকর নয়? গরুপাচার মামলায় কেষ্টর গরহাজিরায় প্রশ্ন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। ১ সপ্তাহে ইডির জবাব তলব।
৮। কুন্তল-গোপালের মুখে ওঠা বিভাস অধিকারীকে নিয়ে শিয়ালদার ফ্ল্যাটে ইডির তল্লাশি, কয়েক ঘণ্টা জিজ্ঞসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য। ২০২১ পর্যন্ত গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠিয়েছেন কুন্তল ঘোষ। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে দাবি সিবিআইয়ের।
৯। শীঘ্রই সামনেই আসবে কুন্তল-বর্ণিত রহস্যময়ী নারী? গোপাল দলপতি বললেন, হৈমন্ত্রী খুব শীঘ্রই সামনে আসবে, সব প্রশ্নের জবাব দেবে।
১০। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন, কটাক্ষের সুরে আক্রমণে ফিরহাদ। বললেন,' যাঁদের কাছে কিছু নেই, তাঁদের দেওয়াটা আমাদের কাছে কর্তব্য হওয়া উচিত। না পোষালে ছেড়ে দিন না। '
১১। আন্দোলনকারীদের কটাক্ষ ফিরহাদের। ডিএ অধিকার, কারও দয়া নয়, আক্রমণে বিকাশ। সরকারি কর্মীদের ন্যায্য দাবি। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বিজেপির।
Adenoviruses: অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের, বিবৃতি রাজ্য সরকারের
রাজ্যে শিশুমৃত্যু নিয়ে বিবৃতি রাজ্য সরকারের। 'রাজ্যে অ্যাডিনো ভাইরাসে সরকারি হাসপাতালে ১ মাসে মৃত্যু হয়েছে ১২ জনের। মৃত ১২ শিশুর মধ্যে ৮ জনের ছিল কোমর্বিডিটি। শ্বাসকষ্টজনিত অসুখে গত ১ মাসে আক্রান্ত ৫ হাজার ২১৩ জন শিশু। ১২১টি হাসপাতালে প্রস্তুত রয়েছে ৫ হাজার বেড। অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রয়েছেন ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞ। তৈরি রাখা হয়েছে ২৫০০ এসএনসিইউ, ৬৫৪টি পেডিয়াট্রিক আইসিইউ, ১২০টি পিকু। ভাইরাল সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণ ক্রমশ কমছে রাজ্যে। আতঙ্কিত হওয়ার কারণ নেই', বিবৃতি দিয়ে জানাল রাজ্য সরকার।
WB Live Updates: রাজভবনে ফের রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক, ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ইস্তফা গ্রহণ
রাজভবনে ফের রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক। সোম ও মঙ্গলবারের পর আজ ফের ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন আনন্দ বোস। গত ২ দফা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ইস্তফা গ্রহণ করলেন রাজ্যপাল।
Kolkata News: বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু
বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। এবার মৃত্যু হল দেগঙ্গার ৯ মাসের শিশুর। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রবিবার থেকে ভর্তি ছিল শিশুটি। ১৫ দিন ধরে অসুস্থ ছিল শিশুটি। আগেও বি সি রায় হাসপাতালে আনা হলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বারাসাত হাসপাতালে ৪ দিন ভর্তি থাকার পর রেফার করা হয় বি সি রায় হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ। ২৪ ঘণ্টায় বি সি রায় ও মেডিক্যালেই মৃত্যু ৬ শিশুর।
WB News Live : অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্য়ে তৃণমূলের কোন্দল
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্য়ে এল তৃণমূলের ঘরোয়া কোন্দল। বোলপুরের রূপপুরে তৃণমূলের প্রাক্তন প্রধান ও স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে মারামারি। একজনের মাথা ফেটে যায়। দলীয় নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
Adenoviruses: রাজ্য়ে ভয়ঙ্কর অ্য়াডিনো পরিস্থিতির মধ্যেই শাসকদলকে নিশানা বিজেপির
উত্তরবঙ্গ, জঙ্গলমহল কিম্বা রাঢ়বঙ্গের চিকিৎসার পরিকাঠামো খুবই দুর্বল। এই কারণেই রেফার হচ্ছে। আরও একবার রাজ্য সরকারের অপদার্থতা প্রমাণিত হল। রাজ্য়ে ভয়ঙ্কর অ্য়াডিনো পরিস্থিতির মধ্যেই শাসকদলকে নিশানা বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কো মর্বিডিটিতে বাড়ছে শিশুমৃত্যু, দাবি স্বাস্থ্যসচিবের।