West Bengal News Live Updates: শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রবীন্দ্র জয়ন্তীর (Rabindra Jayanti) অনুষ্ঠানেও থেমে থাকল না রাজনীতি (Politics)! মঙ্গলবার সকালে, ধনধান্য়ের অনুষ্ঠান থেকে, নাম না করে বিজেপি (BJP) নেতাদের কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামের (Science City Auditorium) অনুষ্ঠানে, অমিত শাহর উপস্থিতিতে, নাম না করে তৃণমূলনেত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা। বর্ণাঢ্য শোভাযাত্রা করল বালির দুর্গাপুর নিক্কন সংস্থা। প্রতি বছরের মতো এবারও গান, নাচ, রাখি বন্ধনের মধ্যে দিয়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।
বালির তৃণমূল কর্মী তপন দত্ত খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গেলেন নিহত তপন দত্তের স্ত্রী, মেয়ে ও ভাই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মতো এদিন দুপুর আড়াইটে নাগাদ সিজিও কমপ্লেক্সে যান নিহত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, মেয়ে প্রিয়াঙ্কা দত্ত ও ভাই দীপক দত্ত। সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেখান থেকে বেরন তাঁরা। সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তপন দত্ত খুনের তদন্ত করছে সিবিআই।
বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হল ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। অন্যদিকে, সায়েন্স সিটিতে অমিত শাহের অনুষ্ঠান শুরুর আগে পাস নিয়ে ধস্তাধস্তিতে জড়ালেন দর্শকরা।
নিয়োগ দুর্নাীতির প্রতিবাদে ও অবিলম্বে নিয়োগের দাবিতে লং মার্চ শুরু করলেন ২০১৪ সালের প্রাথমিক টেট পাস প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার হুগলির ফুরফুরা শরিফ থেকে শুরু হল যাত্রা। বুধবার ধর্মতলার শহিদ মিনার ময়দানে পৌঁছবেন চাকরিপ্রার্থীরা।
শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অন্য়ায় কিছু হতে পারে না। স্তাবকদের কথা না শুনে, উনি নিজে যদি সিনেমাটি দেখতেন, তাহলে হয়তো নিষিদ্ধ করতেন না। রাজ্য়ে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীকে উদ্দেশ্য় করে এমনই মন্তব্য় করলেন শিল্পী শুভাপ্রসন্ন। পাল্টা এনিয়ে চিত্রশিল্পীকে বিঁধেছেন কুণাল ঘোষ।
অমিত শাহকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ছেলেকে গ্রেফতারের দাবি। তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে, বীরভূম থেকে এভাবেই এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জবাবে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।
গভীর নিম্নচাপ আজ পরিণত হবে ঘূর্ণিঝড় 'মোকা'য়। কাল তা আরও শক্তিশালী হবে। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোকা'। মৎস্যজীবীদের দ্রুত সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
West Bengal News LIVE Updates: শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল
শক্তিগড়ে মালগাড়ি-লোকাল ট্রেনের ধাক্কা। স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। রাত ৯.১৫ নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন। ব্যান্ডেল-বর্ধমান ডাউন লোকালের সঙ্গে ধাক্কা, ভাঙল মালগাড়ির চাকা। যাত্রীরা নিরাপদ আছেন, জানাল রেল
কী কারণে দুর্ঘটনা? তদন্তে রেল।
WB LIVE News Updates: জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় আত্মসমর্পণ করলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ
আত্মসমর্পণ করলেন জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ। জলপাইগুড়ি পুরসভার নারী ও শিশুকল্যাণ দফতরের প্রাক্তন চেয়ারপার্সন ও তাঁর স্ত্রীর মৃত্যুতে প্ররোচনার অভিযোগ ওঠে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্য়ায়, সন্দীপ ঘোষ সহ ৪ জনের বিরুদ্ধে। যদিও সন্দীপ ঘোষের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
West Bengal News LIVE Updates: গরুপাচার বন্ধে শাহর প্রশংসা শুভেন্দুর, পাল্টা কটাক্ষ ফিরহাদের
গরুপাচার বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় শুভেন্দু অধিকারী। তাহলে কী গরুপাচার হচ্ছিল রাজনাথ সিংহের আমলে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের।
WB LIVE News Updates: অমিত শাহের বঙ্গ সফর নিয়ে মমতার কটাক্ষের জবাবে হুঙ্কার সুকান্তর
'কাজ না থাকলে অপেক্ষা করুন, ব্যবস্থা করবে ইডি-সিবিআই', অমিত শাহের বঙ্গ সফর নিয়ে মমতার কটাক্ষের জবাবে হুঙ্কার সুকান্তর। 'মণিপুর এখন শান্ত, মুখ্যমন্ত্রী বোধহয় আপডেটেড নন', আক্রমণে সুকান্ত। 'মেরুদণ্ডহীন বিজেপির কয়েকজন ছাড়া সবাই বলছে, মণিপুর জ্বলছে', বোঝাই যাচ্ছে বিজেপির কথায় চলছে এজেন্সি, পাল্টা কুণাল ঘোষ।
West Bengal News LIVE Updates: ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে চৌবাচ্চায় ঠাঁই! জলপাইগুড়ির ময়নাগুড়িতে করুণ ছবি
ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে চৌবাচ্চায় ঠাঁই! জলপাইগুড়ির ময়নাগুড়িতে করুণ ছবি। ঘরের ভিতর মাটি খুঁড়ে চৌবাচ্চা তৈরি করে সেখানেই আশ্রয়। ‘একাধিকবার ঝড়-বৃষ্টিতে বাড়ির চাল উড়ে গিয়েছে’। ‘পঞ্চায়েতে আবেদন জানিয়েও লাভ হয়নি’, অভিযোগ ময়নাগুড়ির বাসিন্দা লক্ষ্মীমোহন রায়ের। অভিযোগ পাওয়ার পর ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস প্রশাসনের