West Bengal News Live: ওমিক্রন আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ১
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
LIVE
Background
কলকাতা: কপ্টার ক্র্যাশে (Chopper Crash) নিহত জেনারেল বিপিন রাওয়াতের (Gen. Bipin Rawat) দেহরক্ষী সতপাল রাইয়ের (Satpal Rai) মরদেহ কাল ফিরতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিংয়ের তাকদা।
দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কাশেম আলি। বয়স ৫৫। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কাশেম আলি নামে এক ব্যক্তি। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তদের খোঁজ চলছে।
ডায়মন্ডহারবার এমপি কাপের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর করোনার কারণে হয়নি এই ফুটবল প্রতিযোগিতা। ১২৮টি দল এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ফাইনাল হবে পয়লা জানুয়ারি। ফুটবলকে সামনে রেখে আজ সম্প্রীতির বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শহরের দু’জায়গায় বিক্ষোভ-মিছিল। হাজরায় এসএসসি উত্তীর্ণদের মিছিল ঘিরে অশান্তি। সল্টলেকে প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশের বিক্ষোভ। দু’জায়গাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের।
ব্ল্যাকমেল করে মধুচক্র চালাতে বাধ্য করা এবং সেই চক্র থেকে বেরিয়ে আসার পর হুমকি দেওয়ার অভিযোগ। বিধানননগর পলিশ কমিশনারেটের দ্বারস্থ মূক ও বধির মহিলা। তাঁর দাবি, ৪ বছর আগে পরিচারিকার কাজের নাম করে তাঁকে খড়দার একটি বাড়িতে নিয়ে যান এক মহিলা ও এক ব্যক্তি। সেখানে মাদক খাইয়ে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাধ্য করা হয়।
উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন। BSF-এর কর্মক্ষেত্রের এক্তিয়ার নিয়ে রাজ্যপালকে লেখা চিঠিতে এমনই আবেদন করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। BSF নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যই উস্কানিমূলক। পাল্টা চিঠিতে বললেন রাজ্যপাল।
ফুলশয্যার রাতে বরের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। হতবাক দুই পরিবার। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। কী কারণে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক।
WB News Live Updates: যথোচিত মর্যাদায় পালিত সুন্দরবন দিবস
যথোচিত মর্যাদায় পালিত সুন্দরবন দিবস। দুই ২৪ পরগনার উনিশটি ব্লকজুড়ে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে।
WB News Live: ভাগীরথীর পাড় বাঁধাইয়ের দাবি শান্তিপুরের বাসিন্দাদের
কেন্দ্র, রাজ্যের সংঘাত নয়। স্থায়ীভাবে ভাগীরথীর পাড় বাঁধাইয়ের দাবি নদিয়ার শান্তিপুরের বাসিন্দাদের।
WB News Live Updates: ১০০ টি কচ্ছপসহ ৪ জনকে গ্রেফতার
জেলা বন দফতর অভিযান চালিয়ে গাইঘাটা থানার পাঁচপোতা বাজার থানা এলাকা থেকে ১০০ টি কচ্ছপসহ ৪ জনকে গ্রেফতার করল।
WB News Live: নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক
নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।
WB News Live Updates: বারাসাতে বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে সি বি আই
বারাসাতে চন্দনপুরে বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে সি বি আই। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ