West Bengal News: আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
West Bengal News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।
LIVE
Background
দুপুরে দল থেকে সাসপেন্ড (Sandeshkhali Incident), রাতে গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar Arrest)। আজ পেশ করা হবে বসিরহাট আদালতে। এখনও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শিবু হাজরা।
শেখ শাহজাহানকে হাজির করাতে তৃতীয় নোটিস ইডি-র (ED Notice) । সোমবার হাজিরার নির্দেশ। আপাতত ব্যবস্থা নেবে না দল, বোঝাল তৃণমূল।
গ্রেফতারি বেড়ে ১৪। তবু ফুঁসছে সন্দেশখালি।
সন্দেশখালিকাণ্ডে প্ররোচনার অভিযোগে এবার গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা। আজ রাজ্যপাল ঘটনাস্থলে না গেলে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর।
গুন্ডারাজ চলতে দেওয়া যায় না। সন্দেশখালিকাণ্ডে রাজ্যকে দায়িত্ব মনে করিয়ে বার্তা রাজ্যপালের।
মতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জট কাটার ইঙ্গিত। ঘাটাল থেকেই লড়তে রাজি বলে খবর।
লোকসভা ভোটের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি। নাগরিকত্ব যাবে না কারও, প্রতিশ্রুতি অমিত শাহের। উন্নয়নে পিছিয়ে পড়ে নজর ঘোরাতে চলছে এসব, পাল্টা কুণাল।
লোকসভা ভোটের আগে বাড়ছে পিএফ-এর সুদ। ৮ দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৮ দশমিক দুই পাঁচ শতাংশ। ৩ বছরে সর্বোচ্চ।
বাজেটে আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা হলেও কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। ২২ ফ্রেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক। মার্চেও একগুচ্ছ কর্মসূচি।
আরও পড়ুন:সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত বহু
West Bengal Live: মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে গেলেন ঋতুপর্ণা-সোহম
আজ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা সোহম।
West Bengal Live: বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী করল দল
রাজ্যসভায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যকে রাজ্যসভার প্রার্থী করল দল। দল, সংগঠন, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ, প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর।
West Bengal Live: বকেয়ার দাবিতে ধর্নামঞ্চেও শাসক-দ্বন্দ্ব ! রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরই উঠল 'গদ্দার' স্লোগান
বকেয়ার দাবিতে ধর্নামঞ্চেও শাসক-দ্বন্দ্ব ! রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার পরই উঠল 'গদ্দার' স্লোগান । রেড রোডে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির সামনেই প্রকাশ্যে দ্বন্দ্ব ! প্রথমে হাওড়া সদর ও পরে হাওড়া গ্রামীণের পক্ষ থেকে ধর্না কর্মসূচি ছিল । তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই 'গদ্দার' স্লোগান। কখনও পুলক রায়ের পক্ষে স্লোগান, কখনও অরূপ রায়ের পক্ষে স্লোগান অনুগামীদের। বিক্ষোভের জেরে হাওড়া জেলার ধর্না কর্মসূচিই বন্ধ করে দিলেন সুব্রত বক্সী।
West Bengal Live: আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী, শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
আগের থেকে ভাল আছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি চলছে। কথা বলছেন, স্পিচ থেরাপিস্টও অভিনেতাকে পরীক্ষা করেছেন। ফোন করে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। গতকাল শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুন চক্রবর্তী, জানান চিকিৎসকরা। অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধেই চিকিৎসা চলছে, হাসপাতাল সূত্রে খবর।
West Bengal Live: কাল সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল
কাল সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল। কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরছেন রাজ্যপাল। সন্দেশখালিকাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ভারত সরকারের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও কথা রাজ্যপালের।