West Bengal News Live Updates: লোক পাঠিয়ে রাস্তায় সাদা কাগজে সই করিয়েছিলেন, বিস্ফোরক দাবি মন্ত্রীর পরিচারকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) ফেরা বিষ্ণপুরের বিধায়কের রাইস মিলে প্রায় ৫৩ ঘণ্টা টানা তল্লাশি আয়কর দফতরের (Income Tax)। বিধায়ক তন্ময় ঘোষ ও তাঁর হিসাবরক্ষককে মিলে ডেকে জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থার অভিযোগ তুললেন তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। যদিও বিষ্ণুপুরের অভিযোগ মানতে চায়নি বিজেপি (BJP)।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
দাম বাড়ুক বা কমুক, তার টান কখনও কমে না। সোনার সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে৷ শুক্রবার ধনতেরস উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং এমপিপি জুয়েলার্সের শোরুমে ক্রেতাদের ভিড় ছিল নজরকাড়া।
লক্ষ কন্ঠে গীতাপাঠ। অভিনব এই উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংসকৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। ২৪ ডিসেম্বর সকাল ৯টায় এই অনুষ্ঠান শুরু হবে ২০ হাজার ৮টি শঙ্খধ্বনিতে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগ। শুধুমাত্র রাজ্যপালকে ইমেল করে পদত্যাগপত্র পাঠালেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জল্পনা চলছে, এই পদে আবার ফিরতে পারেন কিশোর দত্ত।
বহরমপুরে যাকে খুশি দাঁড় করান! হেরে গেলে রাজনীতি করাই ছেড়ে দেব! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শখ থাকলে ডায়মন্ড হারবারে এসে লড়ুন না! বহরমপুরে তৃণমূল যাকে দাঁড় করাবে, তার কাছেই হারবেন! কংগ্রেসের লোকসভার দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
হাজার চেষ্টা করলেও, বাংলার মানুষকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, শীঘ্রই তিনি ১০০ দিনের প্রকল্প থেকে বঞ্চিতদের সুরাহা করবেন। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
WB News Live : আরও একজোড়া বন্দে-ভারত পাচ্ছে বাংলা
আলোর উৎসবের মাঝে গতির সুখবর। আরও এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের চৌহদ্দি থেকে দ্রুতগতিরও আরও দুটি ট্রেন দ্রতই ছোটা শুরু করবে, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাওড়ার এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে যে সুখবর দিলেন বিজেপি নেতা।
West Bengal News LIVE Updates: বনেদি থেকে বারোয়ারি, শেষলগ্নে কালীপুজোর প্রস্তুতি
কাল শক্তির আরাধনা। সেজে উঠেছে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে কালীঘাট। বনেদি থেকে বারোয়ারি, শেষলগ্নে কালীপুজোর প্রস্তুতি।
WB News Live : কলকাতায় ফের অটোচালকের 'দাদাগিরি', যাদবপুর থানার সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল
কলকাতায় ফের অটোচালকের 'দাদাগিরি'। যাদবপুর থানার সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে বেপরোয়া অটো সাইকেলে ধাক্কা মারে বলেই অভিযোগ। যে ঘটনার প্রতিবাদ করলে মারধরের অভিযোগও উঠেছে। সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে যাওয়ার পথে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে। অভিযুক্ত অটোচালক পলাতক।
West Bengal News LIVE Updates: কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ
কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের (Noise pollution) বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য় হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ। শব্দবাজি ও শব্দ দূষণ রোধের আর্জি জানিয়ে রাজ্য় পুলিশের (West Bengal Police) ডিজিকে চিঠিও দিয়েছে সংগঠনটি। এদিকে, নিষিদ্ধ শব্দবাজি ও শব্দ দূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সল্টলেকে মাইকে প্রচার করল পুলিশ।
WB News Live : খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
ডেঙ্গির সঙ্গে আতঙ্ক বাড়িয়ে ফের ম্যালেরিয়ায় মৃত্যু। এবার খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। বেসরকারি হাসপাতালে মুন্না দেবী গোয়েল নামে চেতলার বাসিন্দার মৃত্যু। গত ২ নভেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি, গতকাল বৃদ্ধার মৃত্যু। তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেলিওর, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের উল্লেখ।