West Bengal News Live : মনোনয়ন প্রত্যাহার নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে
LIVE
Background
ঠাকুরবাড়িতে ধুন্ধুমার : অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ( Abhishek Banerjee ) ঠাকুরবাড়িতে পা রাখার আগেই ঠাকুরনগরে ( Thakur Nagar ) তুমুল অশান্তি। অভিষেক আসার আগে নাটমন্দির চত্বরে তুলকালাম, ধুন্ধুমার। দফায় দফায় মতুয়া ঠাকুরবাড়ি চত্বরে উত্তেজনা। ঠাকুরবাড়িতে হাতাহাতিতে জড়িয়ে পড়ল মতুয়াদের ( Matua ) দু'পক্ষ।
দরজা বন্ধ করলেন শান্তনু: ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি ছুঁয়ে, জনসংযোগ যাত্রা ( Nabajowar ) নিয়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সেখানে পৌঁছনোর আগেই বাধল তুলকালাম! যার জেরে মতুয়া মন্দিরের মূল ফটকই বন্ধ করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
ঠাকুরবাড়িতেও 'চোর' স্লোগান: এবার ঠাকুরনগরেও গরুচোর, কয়লা চোর, গো ব্য়াক স্লোগান! নাটমন্দির থেকে রাজ্য পুলিশকে বের করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর!কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত বাঁধল রাজ্য পুলিশের।
'ঠাকুরবাড়ি' রাজনীতি তরজা: ভোটের আগে কেন ঠাকুরবাড়িতে অভিষেক, প্রশ্ন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়ি পৈতৃক সম্পত্তি নয়, শান্তনুকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
শাহের কাছে অভিযোগ: গাইঘাটা থানার ওসির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ শান্তনু ঠাকুরের। স্বরাষ্ট্রমন্ত্রীর ( Amit Shah ) কাছে অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর।
হেফাজতেই চাইল না পুলিশ: ডোমকলে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে আজ ফের আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করলেও, গতকাল হেফাজতে চেয়ে আবেদন জানায়নি পুলিশ। শুনানিতে গরহাজির থাকলেন সরকারি আইনজীবীও। বাসিরকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
খড়গ্রামে তৃণমূলে 'ভাঙন' : খড়গ্রামে কংগ্রেস নেতা খুন হওয়ার ৩ দিনের মাথায়, শাসকদলের ঘরে ভাঙন ধরাল কংগ্রেস। কংগ্রেস সূত্রের দাবি, তৃণমূলের খড়গ্রাম ব্লকের সাধারণ সম্পাদক পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা ও কর্মী যোগ দিয়েছেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে হাত শিবিরে যোগদান।
তৃণমূলের অফিস দখল কংগ্রেসের: বীরভূমের ময়ূরেশ্বরে দলবদলের জেরে, তৃণমূলের পার্টি অফিসের দখল নিল কংগ্রেস। গতকাল মল্লারপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন কয়েকশো কর্মী-সমর্থক। এর পরেই ঝিকোড্ডা গ্রামে পার্টি অফিসে তৃণমূলের প্রতীক মুছে দেয় কংগ্রেস।
বিজেপি-সিপিএমে ভাঙন : হাওড়ার বাগনানে বিজেপি ও সিপিআইএমে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল। রবিবার বাগনানের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় থেকে প্রায় আড়াইশো পরিবার বিজেপি ও সিপিআইএম ছেড়ে, তৃণমূলে যোগদান করে।
বিজেপি নেতার উপর 'হামলা': পূর্ব বর্ধমানের আউশগ্রামে বিজেপির আহ্বায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে, রাস্তায় বাইক আটকে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের 'টিকিট' অসন্তোষ : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই, টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।গাজোলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। হরিশ্চন্দ্রপুরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ।
শ্যুটআউটে অধরা অভিযুক্তরা : তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে অশান্তি! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে শনিবার সন্ধেয় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি। এখনও অধরা অভিযুক্তরা। দলের কোনও দায় নেই, মন্তব্য উদয়ন গুহর। আরও এমন ঘটনা ঘটবে, প্রতিক্রিয়া বিজেপির।
WB News Live :পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন।
WB News Live :পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
ডায়মন্ড হারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, ক্যামেরার সামনে যাতে কিছু না হয় দেখো, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
WB News Live :'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের
'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের।
WB News Live :রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা
রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে লোডশেডিং-এর প্রতিবাদে বিদ্যুৎভবনে স্মারকলিপি জমা দিলেন শুভেন্দু অধিকারী। এরপর উন্নয়নভবনেও যান শুভেন্দু অধিকারী
WB News Live :তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা
তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা! বিডিও অফিসের বাইরে তৃণমূলের জমায়েত, বেরোতে হল তালা ভেঙে! বিডিও অফিসের পিছনের দরজার তালা ভেঙে বের করা হল আইএসএফ প্রার্থীদের।