West Bengal News Live: ফের বিতর্কে নির্মল মাজি, এমার্জেন্সিতে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আড়াই বছর পরে বউবাজারে (Bowbazar) ফিরল সেই আতঙ্ক। মেট্রোর (Metro) কাজ চলাকালীন একের পর এক বাড়িতে ফাটল। পরপর বাড়িতে ফাটল। আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। মাইকে প্রচার পুলিশের। স্থানীয়দের অন্য জায়গায় সরানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষ।
২০১৯-এ বিপত্তি, কেন সতর্ক হয়নি মেট্রো? ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। কেন ফাটল? কারণ খুঁজছেন ইঞ্জিনিয়াররা (Engineers), জানাল কেএমআরসিল। হাতের কাছে যা পাওয়া যায়, তা নিয়ে মধ্যরাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বহু অসহায় পরিবার। কয়েকজনকে হোটেলে নিয়ে গেল কেএমআরসিএল।
রাতের কলকাতায় এবার ট্রাফিক সার্জেন্টের হাতেও থাকবে আগ্নেয়াস্ত্র। অস্ত্র-গুলি নিতে হবে স্থানীয় থানা থেকে। জানিয়ে দিল লালবাজার।
গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে ফের পথে বিজেপি। দুর্গাপুরে সুকান্ত-দিলীপ, হাওড়ায় শুভেন্দু। একসঙ্গে নামা মানেই ঐক্যবদ্ধ নয়, খোঁচা তৃণমূলের।
কেন্দ্রের সংঘাতের মধ্যে ফের জল্পনা বাড়ালেন অর্জুন। জগদ্দলে পা মেলালেন তৃণমূল বিধায়কের সঙ্গে।
তৃণমূলের উত্তরাধিকার বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 'ওরা যা বলছে, তাকে সম্মান করি। কিন্তু আমার কাজ তৃণমূলকে আরও শক্তিশালী করা।'
ফের মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসু। নবনির্বাচিত এগজিকিউটিভ কমিটির বৈঠকে টুটু বসুর নামেই সিলমোহর।
West Bengal News Live: পাটের দাম নিয়ে ফের দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক
পাটের দাম নিয়ে ফের দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে অর্জুনের বৈঠক। ৪টি দফতরের সঙ্গে উদ্যোগ ভবনে বৈঠক। মঙ্গলবারের মধ্যে কেন্দ্র পাটের দাম নিয়ে পদক্ষেপ নেবে বলে আশা ব্যারাকপুরের বিজেপি সাংসদের।
WB News Live Updates: সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর
দেউচা পাঁচামির জমি দখল করতে এলে সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর। নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে দেউচা পাঁচামিতেও সংঘর্ষের হুঁশিয়ারি।
West Bengal News Live: চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ নির্মল মাজির
'৬ ঘণ্টা ধরে এমার্জেন্সিতে রেখে দেওয়া হয়েছিল ২জন রোগীকে। এমার্জেন্সিতে ঝিমোচ্ছিলেন চিকিৎসক, বাকিরা অন্য কাজে ব্যস্ত। ভিতরে যারা ছিলেন, তাদের পায়ের পর পা তুলে এমসিকিউ করছিল।' প্রবীণ চিকিৎসকের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি নির্মল মাজির।
WB News Live Updates: মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের
মুখ্যমন্ত্রীর দফতর-স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ চিকিৎসকের। তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ।
West Bengal News Live: ভর্তিতে দেরি হওয়ায় 'ধমক'
জরুরি বিভাগে রোগী ভর্তিতে কেন দেরি? এমার্জেন্সি মেডিক্যাল অফিসারকে নির্মল মাজির ধমক দেওয়ার অভিযোগ। রোগীর ভিড়ের মধ্যেই প্রবীণ চিকিৎসককে কুকথা বলার অভিযোগ।