Naihati News: নৈহাটিতে তৃণমূল কর্মী হত্যা, মূল অভিযুক্ত অর্জুন সিংহের ঘনিষ্ঠ
ABP Ananda Live: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। এই দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে-র। ছবিতে দেখা যাচ্ছে, মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে আছেন রাজেশ সাউ। এই নিয়ে নৈহাটিজুড়ে চলছে প্রচার।
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্যের
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে সতর্ক রাজ্য সরকার। সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, গতকাল দু’ দফায় ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে জানতে চাওয়া হয়, গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা কত, রোগীদের শারীরিক অবস্থা কেমন। হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত ২টি CCU বেড, শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২টি বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।


















